1. admin@thedailypadma.com : admin :
ভারত বিশ্বের পঞ্চম অর্থনৈতিক শক্তিধর দেশ - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন

ভারত বিশ্বের পঞ্চম অর্থনৈতিক শক্তিধর দেশ

  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৩ Time View

করোনাকালের ধাক্কা সামলে আবার ঘুরে দাঁড়িয়েছে ভারতের অর্থনীতি। এবার অর্থনীতির শক্তির বিচারে ব্রিটেনকে ছাপিয়ে বিশ্বের বড় অর্থনীতির তালিকার পঞ্চম স্থানে উঠে এল ভারত।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বিভিন্ন দেশের গড় জাতীয় উৎপাদনের (জিডিপি) পরিসংখ্যানসহ যে তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় ব্রিটেনের ঠাঁই হয়েছে ষষ্ঠ স্থানে। ওই তালিকা তৈরিতে হিসাবনিকাশ করা হয়েছে মার্কিন ডলারে।

গত কয়েক মাস ধরেই রাজনৈতিক টানাপোড়েন চলছে ব্রিটেনে। প্রধানমন্ত্রী পদে বরিস জনসনের উত্তরসূরি কে হবেন, লিজ ট্রাস নাকি ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক, তা নিয়ে জল্পনা তুঙ্গে। তার আগে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশের তালিকা প্রকাশ করল আইএমএফ। অনেকের বক্তব্য, মসনদে যিনিই বসুন, তাকেই এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে। শুধু তাই নয়, উত্তীর্ণও হতে হবে।

অন্যদিকে, গত অর্থবছরের শেষ প্রান্তিকে বড় লাফ দিয়ে ব্রিটেনকে ছাপিয়ে গেছে ভারত। শুধু তাই নয়, পূর্বাভাস আছে কোভিড-ধাক্কা কাটিয়ে চলতি অর্থবছরেও ভারতের অর্থনীতির প্রবৃদ্ধি সাত শতাংশ হারে বাড়তে পারে।

বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক রিপোর্টেও বলা হয়েছে, চিনকে টপকে বিশ্বের দ্রুততম আর্থিক প্রবৃদ্ধির শিরোপা ভারত পেতে চলেছে। প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, এপ্রিল-জুন প্রান্তিকে আর্থিক প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৩.৫ শতাংশ। অর্থাৎ, গত বছর এপ্রিল-জুনের তুলনায় এ বছরের এপ্রিল-জুনে জিডিপির হার ১৩.৫ শতাংশ বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কোভিডের ধাক্কা কাটিয়ে ভারতে ফের গতি পেয়েছে অর্থনীতির চাকা।

২০২০ সালের মার্চ মাসে দেশে কোভিড হানার জেরে বিধ্বস্ত আর্থিক পরিস্থিতির হাল ফেরাতে নরেন্দ্র মোদি সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করেছিল, তার সুফল মেলার বার্তাও রয়েছে ওই প্রতিবেদনে। বিনিয়োগের ক্ষেত্রেও রয়েছে আশা জাগানোর বার্তা। হোটেল, পরিবহন ব্যবসা, যোগাযোগ এবং পরিষেবার মতো যেসব ক্ষেত্র অতিমারির জেরে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছিল এবং লকডাউন উঠে যাওয়ার পরও ধুঁকছিল, সেখানেও পরিস্থিতির ইতিবাচক বদল ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews