ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সাতটি বিদেশি ভাষায় উপস্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ভাষণ উৎসবের পুরস্কার বিতরণ করা হবে।
আগামীকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭মার্চ ভাষণ বিদেশি ৭টি ভাষায় উপস্থাপন ও ভাষণ উৎসবের মাঠ পরিদর্শন করেন জনাব মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদপুর। এছাড়াও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় স্থানীয় শেখ জামাল স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ অনুষ্ঠান উপলক্ষে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, ৭ই মার্চ বাঙালী জাতীর একটি ঐতিহাসিক দিন। সারা বিশ্বের মানুষের কাছে জাতির পিতার ঐতিহাসিক এ ভাষণটি ছড়িয়ে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, জাতির পিতার এ ভাষণটি বিভিন্ন ভাষায় উপস্থাপন করার লক্ষ্যই হচ্ছে, বিভিন্ন দেশের মানুষ এ ভাষণটি শুনে উদ্বুদ্ধ হবে। আমরা চাই বঙ্গবন্ধুর ৭ই মার্চের এ ভাষণটি আর্ন্তজাতিকভাবে স্বীকৃতি পাবে এবং এই দিনটি আর্ন্তজাতিক ভাষণ দিবস হিসাবে পালন হবে।
ইতোমধ্যেই সাত বিদেশি ভাষায় (ইংরেজি, এ্যারাবিক, ফান্স, স্প্যানিশ, চাইনিজ, কোরিয়া, হিন্দি) উপস্থাপিত ভাষণটির সকল কার্যক্রম শেষ হয়েছে।
শেখ জামাল স্টেডিয়ামে ৫০ হাজার মানুষের উপস্থিতিতে এ ভাষণটি প্রচার করা হবে বলে জানা গেছে।
Leave a Reply