
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণকে বাংলাদেশের ‘ব্রিদিং স্পেস’ হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সরকারপ্রধান এমন মন্তব্য করেন।
স্থানীয় সময় শনিবার (২৯ এপ্রিল) বিকেলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ কথা জানান। ওয়াশিংটনের রিটজ কার্লটন হোটেলে ওই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী জানান, সাক্ষাতে আইএমএফের এমডি করোনা মহামারি পরবর্তী সময়েও একটি স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের অভূতপূর্ব প্রশংসা করেন। সেই সঙ্গে তিনি বাংলাদেশকে বিশ্বের মধ্যে একটি মডেল দেশ হিসেবে উল্লেখ করেন।
ড. মোমেন জানান, আইএমএফ এমডি বলেছেন, ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন, ভালো কানেকটিভিটি এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাপনার কারণে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এ সময় বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি, বিশেষ করে করোনার মাঝেও স্থিতিশীলতা ধরে রাখার ভূয়সী প্রশংসা করেন আইএমএফ প্রধান।
জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। সেই সঙ্গে তিনি বলেন, দেশের এই উন্নয়ন রাতারাতি হয়নি, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফসল।
প্রধানমন্ত্রী বলেন, তিনি যখন কারাগারে ছিলেন তখন থেকেই বাংলাদেশকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, সেই পরিকল্পনাগুলো করেছেন এবং ২০০৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেন।
ব্রিফিংয়ে অন্যদের মধ্যে অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন করে।
Leave a Reply