মাহবুব পিয়াল,প্রতিনিধি ফরিদপুর : আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ফরিদপুরের নগরকান্দার অসহায় কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা। কয়েকদিন আগে জমির ধান পেকে গেলেও শ্রমিক না পেয়ে পাকা ধান ঘরে তুলতে পারছিলেন না কৃষক কামাল মিয়া।
বিষয়টি জানতে পেরে গতকাল সোমবার দিনব্যাপী ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল গ্রামের কৃষক কামাল মিয়ার বিশ শতাংশ জমির বোরো ধান কেটে দেন তারা। ছাত্রলীগ নেতা আম্মার আহমেদের নেতৃত্বে ধান কাটায় অংশ নেন, উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ নেতা আম্মার আহমেদ জানান, মাঠে যতদিন ধান থাকবে ততদিনই ছাত্রলীগ এ ধান কেটে দিয়ে কৃষকদের পাশে থাকবে। জননেত্রী শেখ হাসিনা নির্দেশে ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সজল কুণ্ড দাদার নির্দেশক্রমে আমাদের এ কাজ আগামী দিনে অব্যাহত থাকবে।
Leave a Reply