ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। প্রথমে এর বাজেট ছিল ৫০০ কোটি রুপি। পরে বিতর্কের মুখে ভিএফএক্সের কাজের জন্য আরও ১০০ কোটি রুপি ঢালেন প্রযোজকরা। সেই সঙ্গে যুক্ত হয় প্রচারণা ব্যয়। সবমিলিয়ে এর পেছনে প্রায় ৭০০ কোটি রুপি ব্যয় হয়েছে বলে শোনা যায়। অথচ মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ছবিটি।
বলা হচ্ছে বলিউডের সাম্প্রতিক সিনেমা ‘আদিপুরুষ’র কথা। ভারতীয়দের সংস্কৃতি, ইতিহাস, আবেগ জড়ানো ‘রামায়ণ’র গল্পে নির্মিত এটি। যেটা তৈরি করতে পারতো নতুন মাইলফলক। সেই সিনেমাই কিনা ধুঁকছে প্রেক্ষাগৃহে। এমন অবস্থা দাঁড়িয়েছে যে, বিশ্বব্যাপী ছবিটির দৈনিক আয় নেমে এসেছে ৩৫ লাখের ঘরে। আর হিন্দিতে মোটে ২০ লাখ রুপি!
গত ১৬ জুন বিশ্বব্যাপী প্রায় সাত হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আদিপুরুষ’। তুমুল আলোচনার সুবাদে প্রথম দুদিন চুটিয়ে ব্যবসাও করে ছবিটি। কিন্তু সস্তা সংলাপ আর দুর্বল নির্মাণশৈলির কারণে দ্রুত এর আয় কমতে থাকে। বর্তমানে ছবিটির আয় এতোই কম যে, বক্স অফিস বিশ্লেষকরা পর্যন্ত এর আয় নিয়ে কোনও বার্তা দেওয়ার প্রয়োজন মনে করছেন না। তবে ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গত কয়েক দিন ধরে ছবিটির আয় ২০ লাখ থেকে ৩৫ লাখ রুপির মধ্যে রয়েছে।
বিষয়টি নিয়ে বক্স অফিস বিশ্লেষক অক্ষয় রাঠি বলেন, “ছবির সব কিছুতে অর্থ খরচ করা হয়েছে। কিন্তু ভুলটা হয়েছে গল্প বলার ধরনে। এই গল্পে মানুষের বিশ্বাস ও আবেগ জড়িত, সুতরাং একটা নির্দিষ্ট নিয়মে সেটা উপস্থাপন করা প্রয়োজন। কিন্তু ‘আদিপুরুষ’-এ যেভাবে গল্প বলা হয়েছে, তা মানুষের বিশ্বাস ও সংবেদনশীলতার সঙ্গে মেলেনি। এ কারণেই ছবিটি ব্যর্থ হয়েছে।”
উল্লেখ্য, ‘আদিপুরুষ’ পরিচালনা করেছেন ওম রাউত। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী তারকা প্রভাস। আরও আছেন কৃতি স্যানন, সাইফ আলি খান, দেবদত্ত নাগে, সানি সিং প্রমুখ।
সূত্র: ইন্ডিয়া টুডে
Leave a Reply