গুঞ্জন ছিল এক অভিনেতা-গায়কের সঙ্গে প্রেম করছেন তাসনিয়া ফারিণ। এ নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যম, জোর চর্চা হয়েছিল। তারা দুজনেই অবশ্য ভিত্তিহীন গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন। সোমবার (১৪ আগস্ট) সেই গুঞ্জন অধ্যায়ের পুরো সমাপ্তি টেনে একেবারে নতুন, চমকপ্রদ তথ্য জানালেন ফারিণ। তিনি বিয়ে করেছেন। আর পাত্র তার দীর্ঘদিনের প্রেমিক।
গত ১১ আগস্ট পারিবারিক আয়োজনে ছোট পরিসরে আকদ সেরেছেন তাসনিয়া ফারিণ। পাত্রের নাম শেখ রেজওয়ান। তিনি ভিনদেশে কর্মরত রয়েছেন। দীর্ঘ সাড়ে আট বছর প্রেমের পর সম্পর্ককে পূর্ণতা দিলেন তারা।
বিয়ের আসরে তোলা একটি ছবি পোস্ট করে ফারিণ বললেন, ‘সাড়ে আট বছরের ভালোবাসা, বন্ধুত্ব ও একসঙ্গে পথচলার পর আমরা অবশেষে গত ১১ আগস্ট বিয়ে করেছি। যদিও এটা অনেক লম্বা সময়, তবু এখনও তুমি আমার হৃদয়কে ঠিক প্রথম দিনের মতোই আন্দোলিত করো। আমি তোমার মাঝে শান্তি খুঁজে পেয়েছি। বাইরের কোলাহল থেকে দূরে আমরা নিজেদের একটা জগৎ তৈরি করেছি।’
ফারিণ জানান, তিনি যখন কলেজের ছাত্রী, তখনই এই প্রেমের সূচনা। তার ভাষ্য, ‘ক্যামেরার সামনে আসার আগে আমি যখন কলেজছাত্রী, তখন আমাদের ভালোবাসা শুরু। তোমার আগে আমার জীবন দ্রুত বদলে গেছে। তবে আমার কাজের সঙ্গে যুক্ত না থেকেও তুমি আমার পাশে ছায়ার মতো ছিলে, সবসময় আমাকে উৎসাহ দিয়ে আমার সাপোর্ট সিস্টেম হয়ে ছিলে।’
কাজের চেয়ে নিজেদের সম্পর্ককেই সবসময় অগ্রাধিকার দিয়েছেন বলে জানালেন ফারিণ। সেই সঙ্গে সর্বদা চেষ্টা করেছেন দীর্ঘদিনের লালিত স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে। উচ্ছ্বাসে ভরা বার্তায় ফারিণ বললেন, ‘আমাদের কৈশোরের ভালোবাসা অবশেষে প্রত্যাশিত পূর্ণতা পেলো। আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি একজন হাসব্যান্ড পেয়েছি। মনে হচ্ছে, আমি বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান মেয়ে।’
সবশেষে ফারিণ জানালেন, তার বর শেখ রেজওয়ান বিদেশে কর্মরত। তাই বিয়ের আনুষ্ঠানিকতা তাড়াহুড়োয় সেরেছেন। তবে আগামীতে জাঁকজমক অনুষ্ঠান করার পরিকল্পনাও রয়েছে তাদের। নতুন জীবনের জন্য ভক্তদের কাছে দোয়া চেয়ে অভিনেত্রী বলেন, ‘আমার জীবনের এই সুন্দর অধ্যায়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো’ শীর্ষক একটি নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। সাবলীল অভিনয়ে অল্প সময়েই তিনি প্রশংসা অর্জন করেন। সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি আলোচিত নাটক ও ওয়েব সিরিজে দেখা গেছে তাকে। এছাড়া গত ফেব্রুয়ারিতে টলিউডের সিনেমা ‘আরও এক পৃথিবী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে ফারিণের।
Leave a Reply