
আগামী পাঁচ দিন নির্বাচনী এলাকায় আজ শুক্রবার (৫ জানুয়ারি) থেকে দায়িত্ব পালন করছেন ৬৫৩ বিচারিক হাকিম। অপরাধে জড়িতদের তাৎক্ষণিক শাস্তি দেবেন তারা।
নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসির আইন শাখার যুগ্ম সচিব মো. মাহবুবার রহমান সরকার বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী অপরাধ আমলে নিয়ে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট পেপার ধ্বংস করা, ব্যালট বক্স ছিনতাই, ভোটদানে বাধা দেওয়া বা বাধ্য করা, ভোটকেন্দ্রের পরিবেশকে ভোটের উপযোগী না রাখা, এসব অপরাধের তাৎক্ষণিকভাবে বিচার করতে পারবেন বিচারিক হাকিম। তিন থেকে সাত বছরের দণ্ড দিতে পারবেন।
এদিকে শুক্রবার সকাল ৮টায় প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণার সময় শেষ হয়েছে। মূলত ইসির নিয়মানুযায়ী— ভোটের ৪৮ ঘণ্টা আগে শেষ করতে হয় প্রচার-প্রচারণা। সেই নিয়ম মেনেই সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল ধরনের প্রচার-প্রচারণার সমাপ্তি হয়েছে। এখন কেউ প্রচারণা চালালে ছয় মাসের জেল অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এ ছাড়া নির্বাচন কমিশন চাইলে শুনানি করে প্রার্থিতাও বাতিল করতে পারবে।
Leave a Reply