1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে জামায়াতের আমির: দূর্গাপুজাকে কেন্দ্র করে কোন মতলববাজ যেন সমাজের শান্তি শৃংখলা নষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন

ফরিদপুরে জামায়াতের আমির: দূর্গাপুজাকে কেন্দ্র করে কোন মতলববাজ যেন সমাজের শান্তি শৃংখলা নষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে

  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩ Time View

ফরিদপুর প্রতিনিধি:  বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানে বলেছেন, আসন্ন দূর্গাপুজাকে কেন্দ্র করে কোন মতলববাজ যেন সমাজের শান্তি শৃংখলা নষ্ট করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে । ডাঃ শফিকুর রহমান বৈষম্য বিরোধী আন্দোলনে ঘাতকদের হাতে কুষ্টিয়ায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সাথে দেখা করতে যাওয়ার পথে রবিবার সকালে  ফরিদপুর শহরতলীর মুন্সী বাজার বাইপাস এলাকায় যাত্রা বিরতির সময় নেতা কর্মীদের উদ্দেশে এ কথা বলেন।

তিনি আরো বলেন,শহীদ পরিবারের ক্ষতি যেন আল্লাহ পুষিয়ে দেন। আল্লাহ যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন। মাবুদের দরবারে শুকরিয়া সাড়ে ১৭ বছর যে যন্ত্রনা জাতির বুকের মধ্যে চেপে ছিল তিনি তা দুর করে দিয়েছেন। আকাশে এখনও কাল মেঘ আছে আল্লাহ যেন তাও সরিয়ে দেন। আকাশ যেন ফর্সা হয় দিনের আলোয় যেন বাংলাদেশ ঝলমল হয়ে উঠে।

তিনি বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, সামনে হিন্দু ধর্মাবলম্বীদের বড় পুজা আসছে সে ব্যাপারে আমরা সজাগ থেকে পাশে থেকে তাদেরকে সহযোগিতা করব। যাতে কোন মতলববাজ আমাদের শান্তি শৃংখলা নষ্ট করতে না পারে। ডাঃ শফিকুর রহমান বলেন, যারা মাইনরিটি মাইনরিটি বলে মানুষের ঘারে চেপে মুসলমানদের বেইজ্জত করতে চায় তারা কিন্তু বসে নেই ,  এদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। এ দুস্কৃতিকারিরা যেন ফাকতালে কোন অঘটন ঘটাতে না পারে শৃংখলা নষ্ট করতে না পারে সে জন্য সমাজের সর্বস্তরের মানুষদের নিয়ে তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে ইনশাল্লাহ।

এ সময় ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরুদ্দিন, নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ, জেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুল ওয়াহাব, পৌর আমির মাওলানা রফিকুল ইসলাম, পৌর সেক্রেটারী তাকিম আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews