1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ নভেম্বর ২০২৪ - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন

এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ নভেম্বর ২০২৪

  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৪৩ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম  নিউজের পাঠকদের জন্য-

গাজায় একদিনে আরও ৩৩ জন নিহত
ইসরায়েলি বাহিনীর সর্বশেষ অভিযানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ৩৩ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ১৩৪ জন। মঙ্গলবার (২৭ নভেম্বর) থেকে বুধবার ২৪ ঘণ্টার হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে।

ইসরায়েলকে আরও ৬৮ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র
ইসরায়েলকে আরও ৬৮ কোটি ডলারের অস্ত্র দেওয়ার অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে তখন এমন সংবাদ সামনে এল। যদিও এরই মধ্যে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কর্যকর হয়েছে।

অন্য দেশের ব্যাপারে কথা বলার এখতিয়ার নেই: বাংলাদেশ ইস্যুতে মমতা
বাংলাদেশে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। অন্য দেশের ব্যাপারে কথা বলার এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 

উগান্ডার কেন্দ্রীয় ব্যাংকের ১৭ মিলিয়ন ডলার চুরি করলো হ্যাকাররা
উগান্ডার কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় অনুপ্রবেশ করে ৬ হাজার ২০০ উগান্ডান শিলিং (প্রায় ১ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার) চুরি করেছে হ্যাকাররা। দেশটির রাষ্ট্রীয় সংবাদপত্র নিউ ভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সিরিয়ায় সেনা-বিদ্রোহী সংঘর্ষে নিহত ১৩২
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষে অন্তত ১৩২ জন নিহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের বিদ্যুৎ খাতে রাশিয়ার ভয়াবহ হামলা, অন্ধকারে ১০ লাখ মানুষ
ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার ব্যাপক হামলার ফলে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। দেশটির জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ফেসবুকের এক পোস্টে জানান, ইউক্রেনজুড়ে জ্বালানি স্থাপনাগুলোর ওপর হামলা চলছে।

 

ট্রাম্প প্রশাসনে মনোনীত ব্যক্তিদের বিরুদ্ধে বোমা হামলার হুমকি
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভা ও হোয়াইট হাউজ টিমের জন্য মনোনীত ব্যক্তিদের লক্ষ্য করে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এফবিআই জানিয়েছে, তারা বোমা হামলার হুমকি এবং হয়রানি ঘটনার বিষয়ে অবগত।

মোদীকে হত্যার হুমকি, নারী গ্রেফতার
মুম্বাই পুলিশের কাছে ফোন করে বলা হয় নরেন্দ্র মোদীকে খুনের পরিকল্পনা করা হয়েছে। ফোনটি ৩৪ বছরের এক নারী করেন বলে প্রাথমিকভাবে জানতে পারে পুলিশ। তারপরেই তাকে গ্রেফতার করা হয়। তবে কেন তিনি এই হুমকি দিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

ইমরান খান-বুশরা বিবির নামে নতুন করে ৮ মামলা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা ‘চূড়ান্ত বিক্ষোভ’ কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনায় ইমরান ও তার স্ত্রীসহ দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে আটটি মামলা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) ইসলামাবাদ পুলিশ বাদী হয়ে এ মামলা করে।

উগান্ডায় ভূমিধসে ৩০ জনের মৃত্যু
উগান্ডার পূর্বাঞ্চলে ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, পূর্বদিকের একটি গ্রামে ভূমিধস আঘাত হেনেছে। তবে প্রাকৃতিক এই বিপর্যয়ে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews