পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান থাকবেন কি না তা নিয়ে সংসদে অনাস্থা ভোটে সায় দিয়েছেন দেশটির স্পিকার আসাদ কায়সার। এর ফলে ইমরানের বিরুদ্ধে সংসদে অনাস্থা ভোট শুরু হতে আর কোনো বাধা থাকল না। খবর জিও নিউজ।
খবরে বলা হয়, জাতীয় সংসদের সচিবের সঙ্গে আলাপের পর স্পিকার ভোটগ্রহণে সম্মত হন। আদালতের আদেশ লঙ্ঘন করলে তাকে গুরুতর পরিণতির সম্মুখীন হবে বলে সংসদের পক্ষ থেকে বলা হয়।
জিও নিউজ জানায়, এর আগে স্পিকার কায়সার ভোটের অনুমতি দিতে অস্বীকার করেন। তিনি জানান, যেহেতু প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার ৩০ বছরের দীর্ঘ সম্পর্ক রয়েছে, তাই তিনি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবেন না।
রয়টার্সের খবরে বলা হয়, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া অনাস্থা ভোট নিয়ে অচলাবস্থার মধ্যে প্রধানমন্ত্রী খানের সাথে দেখা করেছেন।
অধিবেশন শুরু হওয়ার প্রায় ১২ ঘণ্ঠা পেরিয়ে গেলেও এখনও ভোট হয়নি। আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাভেদ ইসলামাবাদ থেকে রিপোর্ট করছেন যে একটি সরকারি সূত্রের মতে, আজ রাতে ভোট হবে না।
প্রধানমন্ত্রী ইমরানের ভাগ্য নির্ধারণী অধিবেশন শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হয়েছিল। তখন বিরোধীদলের সব সদস্য উপস্থিত থাকলেও ইমরান খানসহ সরকারি দলের সামনের সারির অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন না।
পরে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মুলতবি করা হলেও নির্ধারিত ওই সময়ের দুই ঘণ্টা পর ফের অধিবেশন শুরু হয়।
ইফতার এবং মাগরিবের নামাজের জন্য অধিবেশন পুনরায় স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। পরে পাকিস্তন সময় রাত সাড়ে ৯টায় আবার অধিবেশন শুরু হয়।
এ সময়ে পাকিস্তান পিপলস পার্টির সিনেটর মোস্তফা নওয়াজ খোখার অনাস্থা ভোট না হলে সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে ভূমিকা পালন করতে আহ্বান জানান।
খোখার টুইটারে লেখেন, আজ যদি স্পিকার এবং সরকার সুপ্রিম কোর্টের সুস্পষ্ট আদেশ অনুসরণ না করে, তাহলে জেনারেল বাজওয়ার এ সংকটে ভূমিকা পালন করা উচিত।
এর আগে জিও নিউজ একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, সম্ভবত অনাস্থা ভোট হবে না।
রোববার ইমরানের উপর আনা অনাস্থা প্রস্তাবকে ‘অসাংবিধানিক’ বর্ণনা করে ভোট বাতিল করে দিয়েছিলেন পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি। পরে ইমরানের আহ্বানে দেশটির প্রেসিডেন্ট বর্তমান আইন সভা ভেঙ্গে দিয়েছিলেন।
কিন্তু পাকিস্তানের সুপ্রিম কোর্ট সুরির ওই সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করে আইন সভা পুনরুজ্জীবিত করার রায় দেয় এবং অনাস্থা প্রস্তাবে ভোট গ্রহণের জন্য শনিবার দিন ধার্য করে দেয়।
এরই মধ্যে প্রধানমন্ত্রী ইমরান খান মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন। শনিবার স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় ১০টায়) এই বৈঠক ডাকা হয়েছে বলে কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।
জিও নিউজ বলেছে, সূত্রগুলো দাবি করেছে, প্রধানমন্ত্রী ইমরান খান মন্ত্রিসভার বিশেষ বৈঠকে সভাপতিত্ব করবেন। এতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
Leave a Reply