1. admin@thedailypadma.com : admin :
আশুরা দিবসের যত অলৌকিক ঘটনা - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন

আশুরা দিবসের যত অলৌকিক ঘটনা

  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৩ Time View

হিজরি সনের প্রথম মাস মহররম। মহররম শব্দের অর্থ সম্মানিত। কারবালার শোকাবহ পর্বটি ছাড়াও এই দিনে আরও বহু অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে। এই দিনটিতে সৃষ্টি করা হয় আদি পিতা হজরত আদম (আ.)-কে। এই একই দিনে তাকে বেহেশতে পাঠানো হয়, বেহেশত থেকে দুনিয়ায় অবতরণ করানো হয়, হাওয়ার সঙ্গে তাকে আরাফাতের ময়দানে একত্র করা হয় ও তাদের ভুলত্রুটি মার্জনা করা হয়।

নমরুদের বাহিনী যখন মুসলিম জাহানের পিতা হজরত ইব্রাহিম (আ.)-কে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে, আল্লাহ তার অশেষ মেহেরবানিতে সেখান থেকে তাকে মুক্তি দেন। একই দিনে হজরত মুসা কালিমুল্লাহ (আ.) নীল নদ পার হয়ে ফেরাউনের কবল থেকে মুক্তি পান। ফেরাউন দলবলসহ নীল নদে ডুবে মারা যায়। এই দিনেই দীর্ঘ সময় প্রবল বন্যার পর হজরত নুহ (আ.)-এর নৌকা জুদি পাহাড়ের চূড়ায় গিয়ে ঠেকে। তিনি ও তার অনুসারীরা বেঁচে যান। একই দিনে হজরত ইউনুস (আ.) রাতের অন্ধকারে, পানির গভীরে ও মাছের পেটে—এই তিন স্তরের অন্ধকার থেকে মুক্তি পান।

এই দিনেই হজরত আইয়ুব (আ.) সুদীর্ঘ ১৮ বছর রোগভোগের পর পূর্ণ সুস্থতা লাভ করেছিলেন। হজরত ইসা মাসিহ (আ.) এই দিনেই জন্মগ্রহণ করেন। আল্লাহর অশেষ কুদরতে তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়, যা পবিত্র কোরআনে সুরা আলে ইমরানের ৫৫ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। এই দিনেই হজরত মুসা (আ.) আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে গিয়ে কথা বলেন। আল্লাহর কাছ থেকে ঐশী গ্রন্থ তাওরাত লাভ করেন।

এই দিনেই হজরত ইয়াকুব (আ.) তার অতি স্নেহের সন্তান, হজরত ইউসুফ (আ.)-কে বহুকাল পরে ফিরে পান। তার সন্তান হারানো বেদনার অবসান হয়। এই দিনেই হজরত সোলায়মান (আ.)-এর সিংহাসনে অভিষেক হয়। প্রতিদিন সকাল-সন্ধ্যায় তিনি সৈন্যসামন্ত নিয়ে এক মাসের ভ্রমণে বের হতেন, যা পবিত্র কোরআনের সুরা সাবার ১২ নম্বর আয়াতে উল্লেখ রয়েছে। এই দিনেই আল্লাহতায়ালা এই পৃথিবীতে সর্বপ্রথম রহমতের বৃষ্টি বর্ষণ করেন।

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেছেন, রাসুলে করিম (সা.) হিজরত করে মদিনায় আসার পর দেখলেন, ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। নবী (সা.) কারণ জিজ্ঞেস করলে তারা বলল, এই দিনে হজরত মুসা (আ.) ও বনি ইসরাইল শক্রবাহিনী থেকে মুক্তিলাভ করেছিলেন, তাই এই দিন হজরত মুসা (আ.)-এর শুকরিয়া আদায় করতে তারা রোজা রেখেছেন শুনে রাসুলে (সা.) বললেন, হজরত মুসা (আ.)-এর অনুসরণের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হকদার। তাই এই দিনে তিনি রোজা রেখে অন্যদেরও রোজা রাখার হুকুম দেন।

হিজরি ৬১ সনের এই দিনেই নবীদৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তার অনুসারীরা কারবালার ময়দানে ইয়াজিদের বাহিনীর হাতে শাহাদাতবরণ করেন। এ ঘটনা ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে আছে।

ইসলাম ধর্মের বর্ণনামতে, কেয়ামতের দিন আশুরার দিন ঘটবে বলে হাদিসে উল্লেখ রয়েছে। আশুরার দিনে আল্লাহতায়ালা অনেক নবী ও তাদের অনুসারীদের বিভিন্ন বিপদ-আপদ থেকে মুক্তি দিয়েছেন। পবিত্র আশুরার দিনে আল্লাহতায়ালা আদম (আ.)-এর তওবা কবুল করেছিলেন।

এই ঘটনাগুলো পবিত্র আশুরার দিনকে মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্ববহ এবং তাৎপর্যপূর্ণ করে তুলেছে। আমরা যেন এসব ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। তথ্য সূত্র: কালবেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews