1. admin@thedailypadma.com : admin :
ইহুদি খলনায়ক ‘শাইলক’ শব্দ ব্যবহার করে বেশ বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন

ইহুদি খলনায়ক ‘শাইলক’ শব্দ ব্যবহার করে বেশ বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২০ Time View

ইংরেজ কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের মার্চেন্ট অব ভেনিসের ইহুদি খলনায়ক ‘শাইলক’ শব্দ ব্যবহার করে বেশ বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (৪ জুলাই) দাবি করেছেন, তিনি জানতেন না যে ‘শাইলক’ শব্দটিকে কিছু মানুষ ‘ইহুদি-বিদ্বেষী’ হিসেবে দেখে।

বৃহস্পতিবার (৩ জুলাই) আইওয়াতে এক সমাবেশে তিনি শব্দটি ব্যবহার করে উচ্চ সুদে ঋণদানকারীদের নিন্দা করেছিলেন। ট্রাম্পের এমন মন্তব্য ‘ইহুদি-বিদ্বেষী’ বলে দাবি করেছেন দেশটিতে বসবাসরত অনেক ইহুদি।

ট্রাম্প এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর সাংবাদিকদের বলেন, ‘আমি কখনো শব্দটিকে (ইহুদি-বিদ্বেষী) সেই দৃষ্টিতে শুনিনি। আমার কাছে ‘শাইলক’ মানে উচ্চ সুদে ঋণদাতা এক ব্যক্তি।’

তিনি আইওয়ার ডেস মোইনেসে ভাষণকালে শাইলক শব্দটি ব্যবহার করে বলেছিলেন, ‘কিছু ক্ষেত্রে ভালো ব্যাংকার, আবার কিছু ক্ষেত্রে ‘শাইলক’ ও খারাপ লোকদের কাছ থেকে ঋণ নেওয়ার দরকার নেই।’

ব্রিটিশ প্লেরাইট উইলিয়াম শেকসপিয়ারের ‘দ্য মার্চেন্ট অব ভেনিস’ নাটকের খলচরিত্রের নাম ‘শাইলক’। তিনি একজন নিষ্ঠুর ধনী ইহুদি মহাজন, যিনি চড়া সুদে ঋণ দেন। নাটকে বন্ধুর (বাসানিও) জন্য ৩ হাজার ডাকেট ঋণ নেন অ্যান্টনিও। সেই সঙ্গে একটি বন্ডও সই করেন। যদি সময়মতো ঋণ শোধ করতে না পারেন তাহলে ‘শাইলক’ অ্যান্টনিও শরীরের ‘এক পাউন্ড মাংস’ কেটে নেবেন। এই চরিত্রটি মূলত ইহুদিদের ‘লোভী ও নিষ্ঠুর’ হিসেবে স্টেরিওটাইপ করার জন্য বেশ সমালোচিত।

এদিকে ইহুদি সংগঠন অ্যান্টি-ডিফেমেশন লিগ (এডিএল) ট্রাম্পের ‘শাইলক’ শব্দ ব্যবহারকে ‘অত্যন্ত আপত্তিকর ও বিপজ্জনক’ বলে নিন্দা জানিয়েছে।

তারা এক বিবৃতিতে বলেছে, ‘এই শব্দটি ইহুদিদের নিয়ে শতাব্দীপ্রাচীন বিদ্বেষমূলক ধারণাকে জাগ্রত করে। মার্কিন প্রেসিডেন্টের এমন ভাষা অদূরদর্শী।’

অন্যদিকে, ডেমোক্র্যাট নেতা ড্যানিয়েল গোল্ডম্যান ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ‘এটা স্পষ্ট ইহুদি-বিদ্বেষ এবং ট্রাম্প জানেন তিনি কী করছেন।’

জিউইশ কাউন্সিল ফর পাবলিক অ্যাফেয়ার্সের সিইও অ্যামি স্পিটালনিক বলেন, ‘শাইলক ইহুদি-বিদ্বেষের সবচেয়ে ক্ল্যাসিক স্টেরিওটাইপ। ট্রাম্প বছরের পর বছর ইহুদি-বিদ্বেষী তত্ত্বকে স্বাভাবিক করে আসছেন।’

এর আগে, ২০১৪ সালে জো বাইডেন ‘শাইলক’ শব্দ ব্যবহার করলে এডিএল-এর তৎকালীন প্রধান মৃদুভাবে তার সমালোচনা করেন। পরে বাইডেন ক্ষমা চেয়ে বলেন, ‘আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল।’

ট্রাম্পের সমর্থকরা দাবি করেন, তিনি ইসরায়েলের প্রতি সমর্থন ও ইহুদি উপদেষ্টা নিয়োগের মাধ্যমে ইহুদি-বিদ্বেষমুক্ত।

তবে সমালোচকরা মনে করেন, তিনি ইহুদি-বিরোধী ষড়যন্ত্র তত্ত্ব (যেমন: ইহুদি ব্যাংকাররা বিশ্ব নিয়ন্ত্রণ করে) প্রচারে পরোক্ষ ভূমিকা রাখেন।

প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি সত্যিই জানতেন না শব্দটির ইতিহাস, নাকি ইচ্ছাকৃতভাবে ইহুদি-বিদ্বেষী রেটোরিক ব্যবহার করছেন? সূত্র: সিএনএন নিউজ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews