1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ৯ জুলাই ২০২৫ - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন

এক নজরে বিশ্ব সংবাদ: ৯ জুলাই ২০২৫

  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২২ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য:

‘চীন-পাকিস্তান-বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের জন্য নতুন হুমকি’

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বা প্রতিরক্ষা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান বলেন, ভারতের আশপাশের অঞ্চলের ভূরাজনৈতিক পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক দুরবস্থার সুযোগ নিয়ে বাইরের শক্তিগুলো প্রভাব বিস্তার করছে, যা ভারতের জন্য কৌশলগতভাবে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে। চীন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে স্বার্থের কিছু সম্ভাব্য সংযোগ দেখা যাচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য পরোক্ষ বা প্রত্যক্ষ হুমকি তৈরি করতে পারে।

লুকিয়ে ভারতে ঢুকে গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা

রাতের অন্ধকারে লুকিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের পাবনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা মোহাম্মদ নজরুল ইসলাম সোহেল। তার ৪৫ বছর বয়স। সোমবার (৭ জুলাই) গভীর রাতে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার পুলিশ হরিরামপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বাংলাদেশের পাবনা জেলার সদর থানার অন্তর্গত কাছারিপাড়ার বাসিন্দা।

আন্তর্জাতিক আইন ভেঙেও ভারত কেন এত নির্বিকার?

পশ্চিমা বিশ্ব নিজেরাই যখন মানবাধিকার সনদের পরোয়া না করে ঢালাওভাবে অভিবাসীদের ডিপোর্ট করছে, তখন নরেন্দ্র মোদী সরকারও সেই পরিস্থিতির সুযোগ নিয়ে একই জিনিস বাংলাদেশ বা মিয়ানমারে করছে – কারণ তারা জানে এই ইস্যুতে পশ্চিমা বিশ্বের কাছ থেকে দিল্লিকে কোনো চাপের মুখে পড়তেই হবে না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে দরকষাকষিতে ব্যর্থতার অভিযোগ

অর্থনীতিবিদদের অনেকের বলছেন- বিষয়টি নিয়ে বিশেষজ্ঞ এবং খাত সংশ্লিষ্টদের সঙ্গে আরও আলোচনা উচিত ছিল। তবে নন ডিসক্লোজার ক্লজ দেওয়ার কারণে কী আলোচনা হচ্ছে সে সম্পর্কে আমরা জানি না। দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশের দুর্বলতার সুযোগ যুক্তরাষ্ট্র নিচ্ছে বলেও মনে করেন অর্থনীতিবিদরা।

১ আগস্টের সময়সীমা আর বদলাবে না, শুল্ক নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা

মঙ্গলবার (৮ জুলাই) নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টের এক পোস্টে ট্রাম্প বলেন, গতকাল যেসব দেশের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং আজ, আগামীকাল ও সামনের কিছুদিনেও যেসব চিঠি পাঠানো হবে, সবগুলোতে পরিষ্কার বলা আছে—শুল্ক সংগ্রহ শুরু হবে ২০২৫ সালের ১ আগস্ট থেকে। এই তারিখে কোনো পরিবর্তন আসেনি এবং আসবেও না। অর্থাৎ, ১ আগস্ট থেকেই সব অর্থ পরিশোধযোগ্য হয়ে যাবে। কোনো ধরনের সময় বাড়ানো হবে না।

ট্রাম্পের কঠোর শুল্কনীতি: এশিয়ার দেশগুলোই কেন প্রধান টার্গেট?

ট্রাম্পের দাবি, এশিয়ার অনেক দেশই যুক্তরাষ্ট্রে প্রচুর পণ্য রপ্তানি করে, কিন্তু আমদানি করে সামান্য। এই বাণিজ্য ঘাটতির জন্যই তারা শাস্তির যোগ্য। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো, যারা টেক্সটাইল, জুতা ও অন্যান্য ভোক্তা পণ্য উৎপাদনে নেতৃত্ব দেয়—তাদের ওপর শুল্ক আরোপে মার্কিন বাজারে এসব পণ্যের দামও বেড়ে যেতে পারে।

আমিরাতে বাংলাদেশিদের ‘লাইফটাইম গোল্ডেন ভিসা’ দেওয়ার খবরটি গুজব

বাংলাদেশ ও ভারতের নাগরিকরা কোনো ধরনের বিনিয়োগ ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের ‘লাইফটাইম গোল্ডেন ভিসা’ পাবেন, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়ানো এমন খবরগুলো গুজব বলে জানিয়েছে আমিরাতের কর্তৃপক্ষ। কাউকে এ ধরনের গুজব ও ভুয়া বিজ্ঞাপনের ফাঁদে না পড়তে এবং কোনো পরামর্শক প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান বা ব্যক্তিগত নথিপত্র জমা না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে তারা।

‘লাইফটাইম গোল্ডেন ভিসা’ নিয়ে গুজব, আইনি ব্যবস্থা নেবে আমিরাত

বাংলাদেশ ও ভারতের নাগরিকরা কোনো ধরনের বিনিয়োগ ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের ‘লাইফটাইম গোল্ডেন ভিসা’ পাবেন, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়ানো এমন খবরগুলো গুজব বলে জানিয়েছে আমিরাতের কর্তৃপক্ষ। এ ধরনের গুজবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে দেশটি।

ইউক্রেনে ‘সবচেয়ে বড়’ হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশের বিভিন্ন শহরে রাশিয়া হামলা করেছে এবং এটিই ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় হামলা, যেখানে ৭২৮টি ড্রোন ও ১৩টি ক্রুজ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভে আরও অস্ত্র পাঠানো হবে বলার পর রাতভর এই হামলা চালালো রাশিয়া।

ভারতে আবারও যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

ভারতের রাজস্থানে বুধবার (৯ জুলাই) ভারতীয় বিমানবাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় দুজন পাইলট নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় বিমানবাহিনী। জানা গেছে, দুই সিটের যুদ্ধবিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে অংশ নিচ্ছিল এবং এটি রাজস্থানের সুরতগড় এয়ার ফোর্স বেজ থেকে উড্ডয়ন করেছিল। দুর্ঘটনায় কোনো বেসামরিক সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews