1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুলাই ২০২৫ - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন

এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুলাই ২০২৫

  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৬ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য:

ইইউ-মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে ৩০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র। শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা চিঠিতে তিনি এ ঘোষণা দেন।

৬ সপ্তাহে ইসরায়েলি হামলায় ত্রাণ নিতে যাওয়া প্রায় ৮০০ জন নিহত
গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালাচ্ছে ইসরায়েল। গত ৬ সপ্তাহে ইসরায়েলি বাহিনীর গুলিতে ত্রাণের অপেক্ষায় থাকা প্রায় ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে বেশ কিছু সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গাজা উপত্যকায় শনিবার (১২ জুলাই) ভোর থেকে ইসরায়েলি বাহিনীর অভিযানে ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছে।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অনুমানভিত্তিক অভিবাসী ধরপাকড় নিষিদ্ধ করলেন আদালত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুমান ও পক্ষপাতের ভিত্তিতে অভিবাসীদের আটক করার প্রবণতা অবৈধ বলে রায় দিয়েছেন একজন ফেডারেল বিচারক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) যেভাবে ইমিগ্রেশন অভিযান চালিয়েছে, তা ‘গণতান্ত্রিক আইনের পরিপন্থি’ বলে অভিহিত করেছেন বিচারক ম্যামে এউসি-মেনসা ফ্রিমপং।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ থাইল্যান্ড কি আরেকটি সামরিক অভ্যুত্থানের পথে?
থাইল্যান্ডের রাজনীতিতে যখনই অচলাবস্থা দেখা দেয়, ইতিহাস বলে—শেষমেশ সেনাবাহিনীই ক্ষমতার নিয়ন্ত্রণ নেয়। ১৯৩২ সালে নির্বিচার রাজতন্ত্রের অবসান হওয়ার পর দেশটিতে অন্তত ১২ বার সেনা অভ্যুত্থান হয়েছে, যার মধ্যে দুটি হয়েছে গত দুই দশকে।

মিয়ানমারে মঠে বিমান হামলা, ২০ বেসামরিক নাগরিক নিহত
মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলের একটি বৌদ্ধ মঠে সাম্প্রতিক বিমান হামলায় অন্তত ২০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। একজন সামরিক সরকারবিরোধী যোদ্ধা ও একজন স্থানীয় বাসিন্দা এমন তথ্য জানিয়েছে।

এয়ার ইন্ডিয়ার প্লেন দুর্ঘটনার রহস্য আরও জটিল করলো ককপিটের অডিও
ভারতের গুজরাটে আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইটটি গত ১২ জুন উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়। এতে প্লেনের প্রায় সব আরোহীসহ অন্তত ২৭০ জনের মৃত্যু হয়। এটি গত এক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী প্লেন দুর্ঘটনাগুলোর একটি।

আকাশপথে যাত্রী পরিবহনে বিশ্বের শীর্ষ দেশ কোনগুলো?
আধুনিক সময়ে প্লেনে ভ্রমণ আর বিলাসিতা নয়—এটি এখন অনেকের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। অফিসিয়াল সফর, ছুটির ভ্রমণ, আত্মীয়দের সঙ্গে দেখা কিংবা বিদেশে পড়াশোনা—বিভিন্ন কারণে প্রতি বছর কোটি কোটি মানুষ আকাশপথে যাত্রা করেন।

কলকাতার কলেজে ফের যৌন হেনস্তার অভিযোগ
ফের কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানে এক শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। কয়েকদিন আগে দক্ষিণ কলকাতার কসবায় সরকারি আইনি কলেজের ভেতরে এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কলেজে যৌন হেনস্তার অভিযোগ উঠলো।

হুথিদের সাহায্য করে কারা, কীভাবে তারা অস্ত্র পায়?
সম্প্রতি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় লোহিত সাগরে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এই ঘটনায় ১০ জন ক্রুকে উদ্ধার করা হয়েছে এবং নিহত হয়েছে অন্তত তিনজন। ২০২৩ সালের নভেম্বর থেকে প্রায় ৭০টি বাণিজ্যিক জাহাজের ওপর ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌকা দিয়ে হামলা চালিয়েছে তারা।

বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকের ওপর ‘চটলেন’ ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেক্সাসের ভয়াবহ বন্যাদুর্গত হিল কান্ট্রি অঞ্চল পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের প্রশংসা করেছেন। গত সপ্তাহে ঘটা আকস্মিক বন্যায় এ অঞ্চলে অন্তত ১২০ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে বহু শিশুও ছিল।

কর্মী ছাঁটাই শুরু করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে পররাষ্ট্র দপ্তরে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক এক হাজার ৩৫০ জনের বেশি কর্মীকে ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে। সমালোচকরা বলছেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বৈদেশিক স্বার্থ রক্ষা ও প্রচারে মারাত্মক প্রভাব ফেলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews