1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ২৩ জুলাই ২০২৫ - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন

এক নজরে বিশ্ব সংবাদ: ২৩ জুলাই ২০২৫

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৮ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য:

গাজায় ত্রাণ নিতে গিয়ে হাজারের বেশি নিহত, দুর্ভিক্ষের শঙ্কা
গত মে মাসের পর থেকে গাজা উপত্যকায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন এক হাজারের বেশি ফিলিস্তিনি। নিহতদের বেশিরভাগই মারা গেছেন বিভিন্ন মানবিক ত্রাণ বিতরণকেন্দ্রের আশপাশে। বুধবার (২৩ জুলাই) এ তথ্য জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়।

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সূচকে এবার তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৯৪তম। গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। তবে এবার তিন ধাপ এগিয়ে গেলেও এই তালিকায় বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন এবং আফ্রিকার দেশ ইরিত্রিয়া।

বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতি বেড়েছে পাকিস্তানের
২০২৪-২৫ অর্থবছরে প্রতিবেশী নয়টি দেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য ঘাটতি ২৯ দশমিক ৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ২৯৭ বিলিয়ন মার্কিন ডলারে। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৯ দশমিক ৫০২ বিলিয়ন ডলার।

চীনের বাঁধ প্রকল্প নিয়ে ভারত-বাংলাদেশে উদ্বেগ কেন?
চীন তার ইতিহাসের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করেছে, যা নির্মাণে খরচ হবে প্রায় ১৭০ বিলিয়ন মার্কিন ডলার। চীনের দাবি, এটি হবে বিশ্বের সবচেয়ে বড় হাইড্রোপাওয়ার প্রকল্প, যা প্রতি বছর যুক্তরাজ্যের চাহিদার সমান বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে।

ভারতে আবারও যাত্রীবাহী প্লেনে আগুন
ভারতে আবারও উড়োজাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুলাই) আহমেদাবাদে ভারতীয় এয়ারলাইন্স ইন্ডিগোর একটি ফ্লাইটে আগুন লেগেছে। সম্প্রতি এই আহমেদাবাদেই ভয়াবহ উড়োজাহাজ বিধ্বস্তে আড়াই শতাধিক নিহত হয়।

পাকিস্তানে বৃষ্টি-বন্যায় আরও ২১ জনের মৃত্যু, মোট প্রাণহানি ২৪২
পাকিস্তানে টানা বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি ও বন্যাজনিত ঘটনায় দেশটিতে আরও ২১ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ছয়জন।

গাজা-সিরিয়ায় ইসরায়েলের হামলায় ‘অবাক’ ট্রাম্প, নেতানিয়াহুর ওপর বাড়ছে সন্দেহ
গাজা ও সিরিয়ায় ইসরায়েলি সামরিক অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। হোয়াইট হাউজ জানিয়েছে, এই হামলাগুলো ট্রাম্পকে ‘আচমকা’ বিস্মিত করেছে ও উভয় ক্ষেত্রেই নেতানিয়াহুর সঙ্গে তাৎক্ষণিক ফোনে কথা বলে পরিস্থিতি ‘ঠিক’ করার চেষ্টা করেন তিনি।

ডলারের শক্তি বাড়াতে গিয়ে উল্টো ক্ষতি করেছেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে একের পর এক ধাক্কা খাচ্ছেন মার্কিন বিনিয়োগকারীরা। এতে তারা এতটাই অভ্যস্ত হয়ে গেছেন যে, কপারে ৫০ শতাংশ কিংবা ইউরোপীয় ইউনিয়নের পণ্যে ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণাতেও এখন তেমন প্রতিক্রিয়া হয় না।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির বিষয়ে তিনি খুব একটা আশাবাদী নন। একই সঙ্গে তিনি এই নিশ্চয়তা দিয়েছেন যে, তেহরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে।

ফিলিস্তিনপন্থি বিক্ষোভ/ ৮০ শিক্ষার্থীকে কঠোর শাস্তি দিলো কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
গাজায় যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ায় প্রায় ৮০ শিক্ষার্থীকে বহিষ্কার, কোর্স থেকে সাময়িক স্থগিত ও ডিগ্রি বাতিলের মতো কঠোর শাস্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ ইসরায়েলের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির বিষয়ে তিনি খুব একটা আশাবাদী নন। একই সঙ্গে তিনি এই নিশ্চয়তা দিয়েছেন যে, তেহরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে।

ফিলিস্তিনপন্থি বিক্ষোভ/ ৮০ শিক্ষার্থীকে কঠোর শাস্তি দিলো কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
গাজায় যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ায় প্রায় ৮০ শিক্ষার্থীকে বহিষ্কার, কোর্স থেকে সাময়িক স্থগিত ও ডিগ্রি বাতিলের মতো কঠোর শাস্তি দিয়েছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়।

ইলন মাস্কের টেসলার সামনে মহাবিপদ!
ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন টেসলার জন্য গত ১৮ মাস ছিল এক অবাক করা উল্টো যাত্রা। ২০২৪ সালের আগ পর্যন্ত এই বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানির মাত্র একটি প্রান্তিকেই আগের বছরের তুলনায় বিক্রি কমেছিল। কিন্তু এখন তারা টানা দুই প্রান্তিকে অন্তত ১৩ শতাংশ বিক্রির পতনের মুখে পড়েছে এবং সামনের দিনগুলোতে তাদের সমস্যা আরও বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews