বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য:
ভারত-যুক্তরাজ্যের মধ্যে আনুষ্ঠানিকভাবে মুক্ত বাণিজ্য চুক্তি সই হয়েছে। এ সময় লন্ডনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৈঠক করেন। চুক্তিতে সই করেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস।
২০২৪ সালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর সরাসরি নির্দেশ দিয়েছিলেন। সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী ইউনিট তাদের হাতে আসা গোপন ফোন কলের রেকর্ডিং বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছে।
সিরিয়ায় ১৪ বছরের গৃহযুদ্ধ পরবর্তী পুনর্গঠনের অংশ হিসেবে সৌদি আরব ৬.৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সিরিয়ার রাজধানী দামেস্কে অনুষ্ঠিত এক অর্থনৈতিক সম্মেলনে এই বিনিয়োগ পরিকল্পনা প্রকাশ করেন সৌদি বিনিয়োগমন্ত্রী খালিদ আল-ফালিহ।
ভারতের বিজেপিশাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী ‘পরিযায়ী’ শ্রমিকদের হেনস্থার অভিযোগের বিরুদ্ধে কলকাতায় পথে মিছিল করে প্রতিবাদ জানিয়েছে বামফ্রন্টের বিভিন্ন সংগঠন। বুধবার (২৩ জুলাই) রাস্তায় নামেন একাধিক বামপন্থি দলের নেতা-কর্মী ও সমর্থকরা।
ভারতের আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার দুর্ঘটনার মাত্র চার দিন পরই এয়ার ইন্ডিয়ার ১১২ জন পাইলট অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নেন। দুর্ঘটনায় বিমানটি মাঝ আকাশে থ্রাস্ট হারিয়ে বিমানবন্দর থেকে দুই কিলোমিটার দূরে একটি হোস্টেল ভবনে আছড়ে পড়ে। এতে ২৭৪ জন যাত্রী নিহত হন। ভারতের অ্যাভিয়েশন প্রতিমন্ত্রী মুরলীধর মোহোল এ তথ্য জানিয়েছেন।
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করেছে। এই উত্তেজনার মধ্যেই থাইল্যান্ডের বিমানবাহিনী কম্বোডিয়ার দুটি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।
ভারতের অন্যতম শিল্পপতি আনিল আম্বানি ইয়েস ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের ঘুষ দিয়ে প্রায় তিন হাজার কোটি রুপির ঋণ অনুমোদন করিয়েছেন বলে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই ঋণগুলো ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া হয়, যেগুলো অনিল আম্বানির নিয়ন্ত্রণে ছিল।
ফিলিস্তিনকে অবিলম্বে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। ফলে গাজা উপত্যকায় ক্রমবর্ধমান মানবিক সংকটের মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ওপর চাপ আরও বাড়িয়েছে।
ফিলিস্তিনকে অবিলম্বে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। ফলে গাজা উপত্যকায় ক্রমবর্ধমান মানবিক সংকটের মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ওপর চাপ আরও বাড়িয়েছে।
তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এসকিশেহির প্রদেশে তীব্র দাবানলের মধ্যে আটকে পড়ে অন্তত ১০ জন দমকলকর্মী ও উদ্ধারকারী প্রাণ হারিয়েছেন। তাছাড়া এ ঘটনায় আরও ১৪ জন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে যে, বৃহস্পতিবার সীমান্তবর্তী অঞ্চলে কম্বোডিয়ার হামলায় এক শিশুসহ নয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১৪ জন। খবর এএফপির।
রাশিয়ার পূর্বাঞ্চলে ৪৯ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ইন্টারফ্যাক্স ও তাসসহ দেশটির বেশ কয়েকটি বার্তা সংস্থা কর্তৃপক্ষের বরাতে জানায়, উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে ও এতে থাকা ৪৯ আরোহীর কেউই বেঁচে নেই বলে জানা গেছে।
গাজায় সংঘাতে এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন। দক্ষিণ গাজায় লড়াই চলার সময় তিনি আহত হন বলে জানা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। গাজায় সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৮৬৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। খবর আল জাজিরার।
Leave a Reply