শুক্রবার (২৫ জুলাই) দিনভর ইসরায়েলি বিমান জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৪৬৭ জন। এ তথ্য শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকেই গাজায় ভয়াবহ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সেখানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ হাজার ৬৭৬ জনে এবং আহত হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ জন ফিলিস্তিনি।
প্রসঙ্গত, ’২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা নিয়ন্ত্রিত সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। এতে অন্তত ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জন জিম্মি হন।
এর জবাবে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলেও, দুই মাস না যেতেই গত ১৮ মার্চ থেকে আবারও অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)।
দ্বিতীয় দফার এই হামলায় গত আড়াই মাসে আরও ৮ হাজার ৫২৭ জন ফিলিস্তিনি নিহত ও প্রায় ৩১ হাজার ৯৩৪ জন আহত হয়েছেন।
২৫১ জন জিম্মির মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আইডিএফ।
এদিকে, যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় বারবার নেতানিয়াহু সরকারের প্রতি আহ্বান জানালেও, ইসরায়েলি প্রধানমন্ত্রী জানিয়েছেন— হামাসকে সম্পূর্ণভাবে নিঃশেষ ও জিম্মিদের মুক্ত করা না পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: আনাদোলু এজেন্সি
Leave a Reply