বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য:
ট্রাম্পের শুল্কে চাপে মিয়ানমার, পোশাক খাতের ক্রয়াদেশ আসতে পারে বাংলাদেশে
মিয়ানমারের ওপর ৪০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনীতিতে নতুন করে চাপ সৃষ্টি হয়েছে।ভারতকে চটিয়ে ট্রাম্প কেন ক্রমশ পাকিস্তানের দিকে ঝুঁকছেন?
রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির অত্যাচার বেড়েই চলেছে: হিউম্যান রাইটস ওয়াচ
মিয়ানমারের রাখাইন রাজ্যে সক্রিয় জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি রোহিঙ্গা মুসলিমদের ওপর নতুন করে নিপীড়ন ও দমননীতি আরোপ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
‘বন্ধু’ ভারতের ওপর ফের চড়াও যুক্তরাষ্ট্র, আরও ৬ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা
ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের সঙ্গে ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ছয়টি ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে ইরানের রাজস্ব প্রবাহ থামাতে ও মধ্যপ্রাচ্যে ‘অস্থিতিশীলতা তৈরি এবং সন্ত্রাসে অর্থায়নের পথ বন্ধ করার’ অংশ হিসেবে দাবি করা হচ্ছে।
ভারতকে চটিয়ে ট্রাম্প কেন ক্রমশ পাকিস্তানের দিকে ঝুঁকছেন?
ডোনাল্ড ট্রাম্পের ভাষায় দুনিয়ার ‘ট্যারিফ কিং’ বা ‘শুল্ক বসানোর রাজা’ ভারতের ওপর বুধবার ২৫ শতাংশ হারে পাল্টা শুল্ক, তার সঙ্গে তথাকথিত ‘রাশিয়া পেনাল্টি’ ঘোষণার কিছুক্ষণের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের সঙ্গে বিরাট এক জ্বালানি সমঝোতার কথা জানান।
নিউইয়র্কে দিদারুলের জানাজায় মানুষের ঢল, পেলেন অভূতপূর্ব শ্রদ্ধা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রঙ্কস এলাকায় বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে বৃষ্টিভেজা আবহাওয়ার মধ্যে ‘ট্যাপস’ বাদ্যের করুণ সুর যখন বেজে উঠেছিল, তখন ছয়জন পুলিশ কর্মকর্তা কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন তাদের নিহত সহকর্মী দিদারুল ইসলামের কফিন।
খাবারের জন্য ১২ কিমি হেঁটে আসা ছোট্ট আমিরকেও গুলি করে মারলো ইসরায়েল
খাবারের আশায় খালি পায়ে ১২ কিলোমিটার পথ হেঁটে এসেছিল ছেঁড়া জামাকাপড় পরা একটি শিশু। নাম আমির। গন্তব্য ছিল গাজায় ত্রাণ বিতরণকারী সংস্থা গ্লোবাল হিইম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) একটি বিতরণ কেন্দ্র। সাহায্যের ক্ষুদ্র কিছু প্যাকেট হাতে পাওয়ার পরপরই শুরু হয় ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণ। আর তাতেই মারা যায় অসহায় শিশুটি।
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে পর্তুগাল
পর্তুগাল আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনায় নিচ্ছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্তেনেগ্রোর দপ্তর।
এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলো মাল্টা
মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের ইসরায়েল-ফিলিস্তিন সংকটের সমাধানে আন্তর্জাতিক মহলে রাষ্ট্রভিত্তিক স্বীকৃতির প্রবণতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় ইউরোপের আরেকটি দেশে মাল্টা ঘোষণা দিয়েছে, তারা আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে।
নতুন শুল্কনীতি/ বন্ধু থেকে প্রতিবেশী, কাউকেই ছাড় দেননি ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক অংশীদারদের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এক সপ্তাহের মধ্যে কার্যকর হতে যাওয়া এই শুল্কনীতিতে একাধিক দেশ ও খাত অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে কিছু পণ্যের ওপর উচ্চহারে শুল্ক এবং কিছু দেশের জন্য শর্তসাপেক্ষ ছাড়।
কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প
নতুন নির্বাহী আদেশে নতুন আমদানি শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবারের নতুন আদেশ অনুযায়ী, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক এখনো সমান না, সেসব দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে।
Leave a Reply