1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ৫ আগস্ট ২০২৫ - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান: পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর ডিসেম্বরের প্রথমার্ধে ভোটের তফসিল: ইসি সানাউল্লাহ সাগরের পাড়ে বসে আমি গভীরভাবে ভাবতে চেয়েছি একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে: নাসীরুদ্দীন জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে থাকার প্রয়োজন বোধ করেননি হাসনাত আবদুল্লাহ এক নজরে বিশ্ব সংবাদ: ৫ আগস্ট ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি ৭ আগস্ট শুক্রবার থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি

এক নজরে বিশ্ব সংবাদ: ৫ আগস্ট ২০২৫

  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম নিউজের পাঠকদের জন্য:

কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

বাংলাদেশে গত বছরের ৫ আগস্ট মাসে ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন স্বৈরশাসক শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। বাংলাদেশের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করেছে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন। মঙ্গলবার নানা আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে।

ভারতের ওপর শুল্ক ২৫ শতাংশ বাড়িয়ে ৫০ করলেন ট্রাম্প

রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশটির ওপর মোট শুল্ক হার দাঁড়ালো ৫০ শতাংশে। এটি যুক্তরাষ্ট্রের কোনো বড় বাণিজ্য অংশীদারের ওপর অন্যতম সর্বোচ্চ শুল্কহার। বুধবার (৬ আগস্ট) হোয়াইট হাউজ থেকে এক নির্বাহী আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আমি দেখতে পাচ্ছি যে, ভারত সরকার সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি করছে।

‘বন্ধু ট্রাম্পকে’ ছেড়ে পুতিন-জিনপিংয়ের হাত ধরছেন মোদী

শুল্ক নিয়ে বাণিজ্য হুমকি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে চীন ও রাশিয়ার দিকে ঝুঁকছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ওয়াশিংটনের শুল্ক হুমকি ও প্রকাশ্য ক্ষোভের পরপরই তিনি চীন সফরে যাচ্ছেন এবং তার আগে রাশিয়ায় পাঠাচ্ছেন শীর্ষ দুই নিরাপত্তা ও পররাষ্ট্র কর্মকর্তাকে। বিশ্লেষকরা বলছেন, এটি ওয়াশিংটনের চাপে ভারসাম্য রক্ষায় নয়াদিল্লির কৌশলগত অবস্থান পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত।

চলতি সপ্তাহেই অজিত দোভালকে রাশিয়া পাঠাচ্ছেন মোদী, যাবেন জয়শঙ্করও

চলতি মাসেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করকে রাশিয়ায় পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রের হুমকির প্রেক্ষাপটে, বিশেষ করে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ও জ্বালানি আমদানি ঘিরে ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের হুঁশিয়ারির মধ্যেই ভারতের এই শীর্ষ দুই কূটনীতিকের মস্কো সফরকে কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীন সফরে যাচ্ছেন মোদী

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীন সফরে যাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিয়ানজিন শহরে অনুষ্ঠিতব্য সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চীনে থাকবেন তিনি। এটি হবে গালওয়ান উপত্যকায় চীন-ভারত সংঘর্ষের পর থেকে মোদীর প্রথম চীন সফর। সবশেষ ২০১৯ সালে চীনে গিয়েছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী।

ভারতের আশাভঙ্গ: ট্রাম্প-মোদীর বিরোধ চরমে

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের উষ্ণ সম্পর্ক হঠাৎই উত্তপ্ত হয়ে উঠেছে। এর কেন্দ্রে রয়েছে ভারতের রাশিয়া থেকে তেল কেনা ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের ওপর আরোপিত বর্ধিত শুল্ক।

‘ফিরে যাও, আমরা তোমাকে চাই না’, কানাডায় ভারতীয় নারীকে কটাক্ষ

শিখা নামের ওই নারী ভিডিওর ক্যাপশনে তিনি নিজের বিরুদ্ধে আসা ১০টি মন্তব্য তালিকাভুক্ত করেন। সেগুলো হলো- ফিরে যাও, আমরা তোমাকে চাই না। টিম হর্টনসে যাও, সেখানে নিজেকে মনে হবে বাড়িতে আছো। কোনো ফুড ব্যাংক থেকে খেয়ে নাও। তোমার শরীর দিয়ে গন্ধ আসে। ‘পাজিতস’ (ভারতীয়দের অপমানজনক ডাকনাম)। তোমার দেশে ফিরে যাও, কেনো এমন জায়গায় থাকো, যেখানে সবাই তোমাদের ঘৃণা করে? সবচেয়ে জরুরি হলো, বাড়ি ফিরে যাও। এসব ফ্রি খাওয়া প্রাণীদের ফেরত পাঠাও। তেলাপোকা মারার মেমে।

মেঘভাঙা বৃষ্টি কী, যার জেরে বিপর্যস্ত ভারতের উত্তরকাশী

মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিধ্বস্ত ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী। তীব্রবেগে ধেয়ে আসা ক্ষীরগঙ্গা নদীর পানি এবং সঙ্গে বয়ে আসা বড় পাথর আর কাদার স্রোতে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে উত্তরকাশীর ধরালি গ্রামের বিস্তীর্ণ অংশ। ব্যাপক ক্ষতি হয়েছে হর্ষিল উপত্যকা সংলগ্ন অঞ্চলে। মঙ্গলবার (৫ আগস্ট) এই ভয়াবহ ঘটনার এক ঝলক মোবাইল ক্যামেরায় বন্দি করেছিলেন প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ। মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও ও ছবি।

যুক্তরাষ্ট্রের সেকেন্ডারি শুল্ক আরোপে ক্ষতিগ্রস্ত হবে চীন-রাশিয়া

যুক্তরাষ্ট্রের সেকেন্ডারি শুল্ক আরোপে ক্ষতিগ্রস্ত হতে পারে ইউরোপীয় ইউনিয়ন, চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশ। রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। প্রেসিডেন্ট ট্রাম্প যদি চীনা পণ্যের ওপর সেকেন্ডারি শুল্ক আরোপ করেন তাহলে তা বাস্তবায়ন করা অনেক বেশি চ্যালেঞ্জের হবে। কারণ যুক্তরাষ্ট্র চীন থেকে যে পরিমাণে পণ্য আমদানি করে তা ভারতের তুলনায় পাঁচগুণ বেশি। এই পণ্যের বেশিরভাগই ভোক্তা পণ্য যেমন খেলনা, পোশাক ও ইলেকট্রনিক্স।

গাজায় ত্রাণের ট্রাক উল্টে কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত

গাজার মধ্যাঞ্চলে ত্রাণবাহী একটি ট্রাক উল্টে কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিস। বুধবার (৬ আগস্ট) খাবার ও মৌলিক প্রয়োজনীয় সামগ্রীর সন্ধানে শত শত ফিলিস্তিনি একটি ত্রাণের ট্রাক ঘিরে দাঁড়িয়ে থাকার সময় এই দুর্ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews