1. admin@thedailypadma.com : admin :
ভারতে মার্কিন বহুজাতিক কোম্পানিগুলোর পণ্য বর্জনের ডাক উঠেছে - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংতার্ন সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করেছে দেশটির সাংবিধানিক আদালত দেশে মধ্যপন্থা ও উদার পন্থার রাজনীতি ও গণতন্ত্রকে সরিয়ে উগ্রবাদের রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে নিত্যপণ্যের পাশাপাশি সবজির বাজারও চড়া থাকায় হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত আবারও যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এক নজরে বিশ্ব সংবাদ: ২৮ আগস্ট ২০২৫ দেখালেন জাদু; জোড়া গোল করলেন, দলকে পৌঁছে দিলেন লিগস কাপের ফাইনালে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি ২৮ আগস্ট যুক্তরাষ্ট্রের একটি ক্যাথলিক স্কুলে হামলা চালিয়েছে এক বন্দুকধারী; নিহত ৩

ভারতে মার্কিন বহুজাতিক কোম্পানিগুলোর পণ্য বর্জনের ডাক উঠেছে

  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৬ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণার পরপরই ভারতে মার্কিন বহুজাতিক কোম্পানিগুলোর পণ্য বর্জনের ডাক উঠেছে। ম্যাকডোনাল্ডস, কোকা-কোলা, আমাজন ও অ্যাপলের মতো ব্র্যান্ডের পণ্য এখন সামাজিক যোগাযোগমাধ্যম তীব্র সমালোচনার মুখে পড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থক ও ব্যবসায়ীরা এই শুল্কের প্রতিবাদে স্বদেশি পণ্য ব্যবহারের আহ্বান জানাচ্ছেন। ওয়াও স্কিন সায়েন্স নামের একটি প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা মনীশ চৌধুরী লিংকডইনে একটি ভিডিও বার্তায় কৃষকদের এবং স্থানীয় স্টার্টআপগুলোকে সমর্থন করার অনুরোধ জানিয়েছেন, যাতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করে।

তিনি দক্ষিণ কোরিয়ার উদাহরণ টেনে বলেন, দক্ষিণ কোরিয়া যেভাবে খাদ্য ও প্রসাধনসামগ্রী দিয়ে বিশ্ববাজার দখল করেছে, ভারতকেও সেই পথ অনুসরণ করতে হবে।

একইভাবে ড্রাইভইউ (গাড়ির চালক সরবরাহকারী) নামক একটি ভারতীয় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী রাহম শাস্ত্রী লিংকডইনে তার আইডিতে লিখেছেন, চীনের মতো ভারতেরও নিজস্ব টুইটার, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মতো প্ল্যাটফর্ম থাকা উচিত।

যদিও এই মুহূর্তে মার্কিন পণ্য বর্জনের ফলে বিক্রি কমে যাওয়ার কোনো সুস্পষ্ট লক্ষণ দেখা যায়নি; তবে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন ফোরামে ‘মার্কিন পণ্য বর্জন করে দেশীয় পণ্য কিনুন’, এমন প্রচার ক্রমেই বাড়ছে।

এ বিষয়ে জানতে ম্যাকডোনাল্ডস, কোকা-কোলা, আমাজন ও অ্যাপল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা কোনো উত্তর দেয়নি।

এদিকে গতকাল রোববার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদিও নাম উল্লেখ করে বলেন, ভারতীয় প্রযুক্তি কোম্পানিগুলো বিশ্বজুড়ে পণ্য তৈরি করছে। কিন্তু এখন সময় এসেছে ভারতের নিজস্ব চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার। তিনি আত্মনির্ভর ভারত গড়ার জন্য একটি ‘বিশেষ আবেদন’ জানান।

এ আগে গত ২ আগস্ট নিজের নির্বাচনী এলাকা বারাণসীতে এক জনসভায় প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘ভারতকে তার অর্থনৈতিক অগ্রাধিকারের দিকে মনোযোগ দিতে হবে। আমাদের প্রত্যেক নাগরিকের স্বদেশি পণ্য কেনার সংকল্প করা উচিত।’

ওই জনসভায় মোদি বলেন, ‘আজ বিশ্ব অর্থনীতি অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে। অনিশ্চয়তার একটি পরিবেশ রয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিটি দেশ তার নিজস্ব স্বার্থের দিকে মনোনিবেশ করছে। ভারতও বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে এবং তাই তার অর্থনৈতিক স্বার্থের প্রতি সতর্ক থাকতে হবে। আমাদের কৃষক, আমাদের শিল্প, আমাদের তরুণদের কর্মসংস্থান, তাদের স্বার্থ—এসবই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরকার এই দিকে সর্বাত্মক চেষ্টা করছে।’

তবে বিদেশি পণ্য বর্জনের আহ্বানের মধ্যেও নিউ দিল্লিতে টেসলা তাদের দ্বিতীয় শোরুম চালু করেছে। এ সময় ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয় এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে মোদির দল বিজেপির সঙ্গে সম্পর্কিত ‘স্বদেশি জাগরণ মঞ্চ’ নামে একটি সংগঠন মার্কিন ব্র্যান্ডগুলো বর্জন করার জন্য দেশব্যাপী ছোট ছোট সমাবেশ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews