দীর্ঘ সাত বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন।
সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। বিশ্ববিদ্যালয়ের ৩২ একরের ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে থাকা ১৯টি কেন্দ্রে দুপুর ৩টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
শিক্ষার্থীদের অংশগ্রহণে ইতোমধ্যেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর ভোটাধিকার প্রয়োগ করতে পারে তারা উচ্ছ্বসিত।
নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে ১১টি পদে লড়ছেন ৬৩ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১ জন। গত ১১ আগস্ট তফসিল ঘোষণার পর প্রার্থিতা যাচাই-বাছাই, চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ডোপ টেস্ট সম্পন্ন হয়েছে। কোনো প্রার্থীর রিপোর্ট পজিটিভ হলে প্রার্থিতা বাতিল হবে।
ভোটগ্রহণের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা, যা বড় পর্দায় সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন শিক্ষার্থীরা। নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন থাকছে পুলিশ, র্যাব, আনসার ও এনএসআই এর ৩৫০ সদস্য। এছাড়া সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে এবং কুইক রেসপন্স টিমও গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালু রয়েছে। এবার সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব তৈরির ক্ষেত্র তৈরি হবে।
উল্লেখ্য, ২০১৩ সালে প্রথম গকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৮ সালে সরাসরি ভোটে তৃতীয় কার্যনির্বাহী সংসদ গঠিত হয়েছিল। তবে প্রশাসনিক জটিলতায় সেই সংসদ পুরো মেয়াদে কার্যক্রম চালাতে পারেনি এবং ২০২০ সালের ডিসেম্বরে তা বিলুপ্ত ঘোষণা করা হয়। দীর্ঘ পাঁচ বছর স্থবির থাকার পর আজ অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ সংসদ নির্বাচন।
গণ বিশ্ববিদ্যালয় ১৯৯৪ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সাভারের নলামে বিশ্ববিদ্যালয়টি তাদের নিজস্ব ক্যাম্পাসে একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন।
Leave a Reply