1. admin@thedailypadma.com : admin :
ইউক্রেন দাবি এখন পর্যন্ত ২৪ হাজার ২০০ রুশ সেনা নিহত হয়েছে - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
আজ মেসির পায়ে গোল ফিরতেই জয়ে ফিরল মায়ামি বাংলাদেশ থেকে ভারতে শুরু হয়েছে ইলিশ রপ্তানি, প্রথম চালানে গেছে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ ড. ইউনূস দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে: আইএমএফ প্রধান এক নজরে বিশ্ব সংবাদ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি ১৭ সেপ্টেম্বর আফগানদের হারিয়ে এশিয়া কাপে টিকে রইল বাংলাদেশ ফরিদপুর-৪ সংসদীয় আসন পুনর্বিবেচনায় ইসিতে ডিসির চিঠি, যান চলাচল স্বাভাবিক কারো পোশাকের পছন্দ, ব্যক্তিগত পরিচয় বা প্রতীক নিয়ে হেয় করা, হস্তক্ষেপ করা একেবারেই চলবে না: সাদিক কায়েম আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে এক হাজারের বেশি পূজা মণ্ডপ বেড়েছে

ইউক্রেন দাবি এখন পর্যন্ত ২৪ হাজার ২০০ রুশ সেনা নিহত হয়েছে

  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ২৬৫ Time View

ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধে এখন পর্যন্ত ২৪ হাজার ২০০ রুশ সেনা নিহত হয়েছে। সেই সঙ্গে রাশিয়ার ১৯৪টি যুদ্ধবিমান ছাড়াও ১৫৫টি হেলিকপ্টার, এক হাজার ৬২টি ট্যাংকসহ দুই হাজার ৫৬৭টি সাঁজোয়া যুদ্ধযান গুঁড়িয়ে দেয়ারও দাবি করেছে দেশটি।

মঙ্গলবার ইউক্রেন সেনার ঊর্ধ্বতন এক কর্মকর্তা রাশিয়ার বিশাল এই ক্ষতিসাধনের দাবি করেছেন।

ইউক্রেনীয় সৈন্যদলের এই কর্মকর্তা বলেন, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪৭৫টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ছাড়াও ১৬২টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা, এক হাজার ৮৪৩টি যুদ্ধযান ও ২৯১টি মানববিহীন যান ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী।

গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া দুই দেশের এই সংঘাত মঙ্গলবার ৬৮তম দিনে গড়িয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত দুই হাজার দুই হাজার ৮২৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও প্রায় তিন হাজার ১৮২ জন। তবে এক বিবৃতিতে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

এদিকে, ইউক্রেনের সেনাদলকে রাশিয়ার হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সহায়তার অংশ হিসেবে ৮০০ মিলিয়ন ডলার প্রদানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডজন ডজন আর্টিলারি ক্ষেপণাস্ত্র ছাড়াও এক লাখ ৪৪ হাজার রাউন্ড গোলাবারুদ ও অসংখ্য ড্রোন এই প্যাকেজের অংশ। যেগুলো ইউক্রেনের সামরিক শক্তিকে আরও মজবুত করতে ইতোমধ্যেই পাঠানো হাজার হাজার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধক ও আকাশপথে হামলার প্রতিরোধক ব্যবস্থার পরিপূরক হবে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা ও সমালোচনার জেরে ইউরোপের দেশ পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম। এর পরপরই দেশদুটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে- গ্যাস ইস্যুতে মস্কো ব্লাকমেইল করার চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews