বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে প্রবল বর্ষণের কারণে ডোমিনিকার উইন্ডসর পার্কে ১৬ ওভারে নেমে আসা ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান।
এমন কন্ডিশনে উইকেট কেমন আচরণ করবে, সেটি নিশ্চিত নন বলে পরে ব্যাটিং করতে চান তাঁরা। আর বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছেন, টসে জিতলে তারাও বোলিং করতেন। তবে টস হারাটা একদিক দিয়ে ভালোই হয়েছে বলে মনে করেন তিনি।
ম্যাচের ওভার কমে এসেছে বলে বদলে গেছে প্লেয়িং কন্ডিশনও। ৬ ওভারের পরিবর্তে পাওয়ারপ্লে হবে এখন ৫ ওভারের। প্রতি ইনিংসে একজন বোলার সর্বোচ্চ ৪ ওভার বোলিং করতে পারবেন, চারজন বোলার করতে পারবেন ৩ ওভার করে।
টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারের পর সীমিত ওভারে ঘুরে দাঁড়ানোর পালা বাংলাদেশের।
ওয়েস্ট ইন্ডিজর বিপক্ষে টি-টোয়েন্টি সাফল্য আছে বাংলাদেশের। ক্যারিবীয়দের বিপক্ষে এই ফরম্যাটে ১৩ ম্যাচ খেলে ৫টিতেই জয় এসেছে।
সর্বশেষ পাঁচ ম্যাচের দুটিতে জিতেছে টাইগাররা। সেগুলোও ছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই। এই ম্যাচে তাই বাড়তি আত্মবিশ্বাস নিয়েই নামবে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ দিয়েই যে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চাইছে বাংলাদেশ।
বাংলাদেশ সময় সাড়ে ১১টায় ম্যাচ শুরুর কথা ছিল। কিন্তু ভেজা আউটফিল্ডের কারণে টস হয় ১২টা ৪৫ মিনিটে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ১টা ১০মিনিটে। এই ম্যাচটি গুরুত্বপূর্ণ দ্বীপ দেশ ডমনিকার জন্যও। ২০১৭ সালে সাইক্লোন হওয়ার পর এই প্রথম দেশটিতে কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ মাঠে গড়াতে যাচ্ছে।
২০১৮ সালে সর্বশেষ সফরে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ ২-১ ব্যবধানে। তবে ২টি ম্যাচই তারা জিতেছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এখনো জয়শূন্যই তারা।
Leave a Reply