এশিয়া কাপের আর বাকি আছে মাত্র ৩৬ দিন। এবারের আসরটা শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও দেশটির চলমান সংকটের কারণে তা আর হচ্ছে না। এমনিতেই গুঞ্জন ছিল এবারের এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের আসরটা সংযুক্ত আরব আমিরাতে সরে যাওয়ার।
রটে যাওয়া সেই গুঞ্জনই অবশেষে সত্যি হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বিষয়টি জানান। বৃহস্পতিবার বিসিসিআইয়ের কাউন্সিল সভার পর তিনি বলেন, এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। কারণ সেটাই একমাত্র জায়গা যেখানে বৃষ্টি হবে না। খবর হিন্দুস্তান টাইমসের।
Leave a Reply