পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ৫০ বছরস¦াধীনতারসুবর্ণ জয়ন্তীও বিজয়দিবস উপলক্ষে আওয়ামীলীগের উদ্যোগেআনন্দমিছিলী ও জনসভাঅনুষ্ঠিতহয়েছে।মিছিলের নেতৃত্ব দেনজাতীয়সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চিফহুইপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ এমপি।১৫.১২.২১ইং রোজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রায় ২০হাজার লোকের সমাগমে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় জনতাভবন থেকে বর্ণাট্য গন মিছিল বেরহয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় এসে শেষ হয়।
এর পর বাউফল হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সামসুলআলম মিয়ার সভাপতিত্বে বিজয়ের ৫০ বছর স¦াধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয়দিবস উপলক্ষে এ জনসভা অনুষ্ঠিতহয়।জনসভাটিপরে জনসমুেদ্র পরিনত হয়।
সভার প্রধান অতিথি সাবেক চিফহুইপ আ স ম ফিরোজ এমপি বলেন,বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান তারজীবনের সব কিছু ত্যাগ করে ছিলেন আওয়ামীলীগকে সুসংগঠিত করতে এবং এদেশের মানুষের মুখে হাসি ফুঠানোর জন্য।তার লক্ষ্যই ছিল বাঙালির স্বাধীনতা।
বাঙালিকে স্বাধীনতাএনে দেবেন।এই বিজয়মাসে সেই মহান ব্যাক্তি বঙ্গবন্ধু শেখমজিবুর রহমানকে সকলের স্বরনকরতেহবে। বঙ্গবন্ধুর ডাকে দেশ স¦াধীন হয়েছে।বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের অস্পূর্ণ কাজ তারই কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করে যাচ্ছেন।শেখ হাসিনার সরকারের জন্য বাংলাদেশ আজউন্নয়নের রোলমডেল ।
এ সময় উপস্থিত ছিলেন,ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেনখান,মহিলাভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু, কালাইয়া ইউপি চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, নওমালা ইউপি চেয়ারম্যান কামাল বিশ^াস,কনকদিয়া ইউপি চেয়ারম্যান শাহিন,আদাবড়িয়া ইউপি চেয়ারম্যান মুঞ্জুরুল ,চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান আলকাস মোল্লাসহ আওয়ামীলীগের ও অংগসংগঠনের নেতাকর্মিরা ।
Leave a Reply