ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ৫০তম মহান বিজয় দিবস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য জীবন দেয়া শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সমগ্র দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে পালন করা হয়েছে বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী।
৩০ লাখ মানুষের জীবন ও কয়েক লাখ নারীর সম্ভ্রম কেড়ে নেয়া নয় মাসের রক্তাক্ত যুদ্ধের পর ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানী হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা আওয়ামীলীগের পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করেছে। এদিন ভোরে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়।
সূর্যোদয়ের সময় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ‘অপরাজেয় ৭১’ এ পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি। পরে জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলার নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা এবং সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখান থেকে একটি বিজয় র্যালি বের হয়ে নরেশ চৌহান সড়কে এসে র্যালিটি শেষ হয়ে শহীদ মোহাম্মদ আলীর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর।
দিনের কর্মসূচি হিসেবে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি সম্মান প্রদর্শনে এক মিনিট নিরবতা পালন করে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন। সালাম গ্রহণ শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান জেলা মুক্তিযোদ্ধাদের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
কুচকাওয়াজ, ডিসপ্লেপ্রদর্শনে অংশ নেয় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বেশ কয়েকটি সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন। অতিথিবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন উপভোগ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে এমপি রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পদাক এ্যাড. আ স ম গোলাম ফারুক রুবেল, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, পৌরসভার মেয়র আনঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান,প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, বীর মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
এছাড়াও দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গির্জাসহ অন্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় এবং এতিমখানা, হাসপাতাল, জেলখানা ও সরকারি শিশুসদনসহ অনুরূপ প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
Leave a Reply