দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী দশমিনা উপজেলায় ইয়াবা বিক্রিকারায় বাঁধা দিলে স্ত্রীকে মারধর করে ও জখম করার ঘটনার ঘটে ।
স্থানীয় সূত্রে জানাযায় উপজেলার বহরমপুর ইউনিয়নের উত্তর আদমপুর গ্রামে বাসবাস করে মৌসুমি দম্পত্তি । মোঃ ফেরদৌস রাড়ী দীর্ঘদিন ইয়াবা বিক্রি করে আসছেন ইয়াবা বিক্রিতে স্ত্রী মোসাঃ মৌসুমি (৩৫) বাঁধাদিলে প্রায় সময় মারধর করে । গত ১৭ ডিসেম্বর রাত আনুমানিক ৯টায় সময় মৌসুমি তার ছোট সন্তান মোসাঃ মেহেরিন এর ফিটার তৈরি কারার জন্য ফিটার আনতে গেলে ফিটারের মধ্যে পলি পেচানো লাল ট্যাবলেট দেখতেপায় । আমি আমার স্বামী মোঃ ফেরদৌস (৪০) কে জিঞ্জাসা করলে তিনি আমার হাত থেকে ইয়াবার পোটলা নিয়াযায় আমি নিষেধ করলে আমাকে মারধর করে।
স্ত্রী মোসাঃ মৌসুমি বগেম বলেন, আমি আমার স্বামীকে ইয়াবা বিক্রি না করার জন্য প্রায় ১১-১২ বছর পর্যন্ত নিষেধ করে আসছি কিন্তু আমার কথা না শুনে মরন নাষক ইয়াবা বিক্রি করে । ইয়াবা বিক্রিতে বাধাদানে প্রায়ই অমানষিক নির্যাতন করে থাকে । গত ১৭ ডিসেম্বর রাত ৯টায় আমার সন্তানের ফিটারের মধ্যে ইয়াবা পেলে এগুলো বিক্রি করতে নিষেধ করলে আমাকে বেধম শারিরীক নির্যাতন করে একটি রুমে আটকে রাখে । আমি ৯৯৯এ ফোন করলে দশমিনা থানার সাথে সংযোগে কথা বলি । দশমিনা থানার এস আই আবদুর রহিম আমাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করে । আমি অসুস্থ সুস্থ্য হয়ে আইনের সহয়তা নিবো ।
দশমিনা থানার এস আই আবদুর রহিম বলেন, রাত ৯টায় ৯৯৯ ফোন পেয়ে উপজেলার বহরমপুর ইউনিয়নের
উত্তর আদমপুর গ্রাম থেকে মোসাঃ মৌসুমিকে উদ্ধার করি এবং দশমিনা হাসপাতালে ভর্তি করি ।
মৌসুমির স্বামী মোঃ ফেরদৌস রাড়ী কে বারবার ফোন করলে ফোন রিসিভ করেনি।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃমেহেদী হাসান ও উপ-পুলিশ পরিদর্শক (তদন্ত) জেলায় মিটিং এ থাকায় কথা বলা সম্ভব হয়নি ।
উদ্ধারে যাওয়া এস আই আবদুর রহিম জানান, ঘটনা স্থল থেকে মৌসুমিকে উদ্ধার করেছি আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে ।
Leave a Reply