গত কয়েকদিন ধরেই দেশের একাধিক অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস থাকলেও রাজধানীতে এর প্রভাব ছিল কম। তবে আজ (বুধবার) বিকেলে রাজধানীর কিছু এলাকায় অনেকটা মুষলধারেই বৃষ্টি হয়। আজকে ঢাকায় বৃষ্টি পরিমাণ ছিল চার মিলিমিটার।
তবে আবহাওয়া অফিস বলছে, আগামীকাল বৃহস্পতিবারও ঢাকাসহ ছয়টি বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
তবে শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হবে। মেঘ কেটে গেলে রাতের তাপমাত্রা কমতে থাকবে। ফলে সপ্তাহের শেষ নাগাদ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে মৃদু শৈত্যপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।
Leave a Reply