বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমতির নির্বাচন অনুষ্ঠিত হবে কাল। নির্বাচনের কারণে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকসহ মোট ১৭টি সংঠনের সদস্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা জারি করেন এফডিসির এমডি নুজহাত ইয়াসমিন। তিনি জানিয়েছেন, ‘নির্বাচন উপলক্ষে শুধু কালকের জন্য শিল্পী সমিতির ভোটারদের বাইরে অন্য ১৭টি সংঠনের সদস্যদের এফডিসিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তিনি জানিয়েছেন, ‘করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় নির্বাচনে অন্য সংঠনের সদস্যদের উপস্থিতিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেবল শিল্পী সমিতির ভোটাররা ভোটার কার্ড প্রদর্শন করে প্রবেশ করতে পারবেন। ‘
নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। তিনি বলেন, ‘এটা অবশ্যই ন্যাক্কারজনক সিদ্ধান্ত। এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। পরিচালক ও প্রযোজকদের চলচ্চিত্রের মা-বাবা বলা হয়। অথচ আমরাই নাকি শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে এফডিসিতে প্রবেশ করতে পারব না। আমরা এই নিষেধাজ্ঞা মানব না। আগামীকাল আমরা সবাই প্রবেশ করব। দেখি এফডিসিতে প্রবেশে কে বাধা দেয় আমাদের। না হলে আমরা গেটের সামনে অবস্থান করব। ‘
শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে এমন সিদ্ধান্ত এবাররই প্রথম নেওয়া হচ্ছে। এর আগে এমন ঘটনা কখনোই ঘটেনি।
Leave a Reply