প্রথমবারের মতো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে করোনা চিকিৎসায় যুক্ত হলো মুখে খাওয়ার ওষুধ। মার্কিন নির্মাতা প্রতিষ্ঠানের ফাইজারের প্রস্তুতকৃত প্যাক্সলোভিড ওষুধের অনুমোদন দিয়েছে ইইউয়ের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ)।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এ অনুমোদন দেয়া হয়।
এ বিষয়ে ইইউয়ের স্বাস্থ্য বিষয়ক কমিশনার স্টেলা কিরিয়াকিডেস বলেন, করোনার গুরুতর শারীরিক জটিলতার ঝুঁকিতে থাকা রোগীদের জন্য প্যাক্সলোভিড বড় পরিবর্তন আনতে পারে। ওমিক্রন এবং অন্য ধরনগুলোর বিরুদ্ধে ওষুধটির কার্যকারিতার বড় প্রমাণ দেখা গেছে।
Leave a Reply