বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) শিল্পী সমিতির নির্বাচনে ভোট পড়েছে ৩৬৫টি।
শুক্রবার (২৮ জানুয়ারি) বিএফডিসিতে শিল্পী সমিতির স্টাডি রুমে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই নির্বাচনের ভোট হয়।
পরে ভোট নিয়ে তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।
তিনি জানান, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হয়েছে। মোট ভোট পড়েছে ৩৬৫, মোট ভোটার ৪২৮।
পীরজাদা হারুন বলেন, সবাই বলেছেন এমন সুন্দর ও সুষ্ঠু ভোট তারা দেখেননি। দু-তিনটি মৌখিক অভিযোগ ছিল, সেগুলো আমরা সঙ্গে সঙ্গে সমাধান করেছি। কোনো লিখিত অভিযোগ নির্বাচন কমিশনারের কাছে আসেনি।
যত দ্রুত সম্ভব ফল দেয়ার আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে দুটি প্যানেল। সভাপতি পদে লড়েন ইলিয়াস কাঞ্চন ও মিশা সওদাগর। দুটি সহসভাপতি পদে ছিলেন মোট চারজন। তারা হলেন ডি এ তায়েব, মাসুম পারভেজ রুবেল, মনোয়ার হোসেন ডিপজল ও রিয়াজ।
সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী ছিলেন নিপুণ। সহসাধারণ সম্পাদক সুব্রত, সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক আলেকজান্ডার বো, শাহানূর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জয় চৌধুরী, নিরব, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান, জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন, মামনুল ইমন (ইমন), কোষাধ্যক্ষ পদে লড়েন আজাদ খান ও ফরহাদ।
কার্যকরী পরিষদের মোট পদ ১১টি। দুটি প্যানেল থেকে ১১ জন করে এবং দুজন স্বতন্ত্র প্রার্থী মিলে প্রতিদ্বন্দ্বীরা হলেন অঞ্জনা সুলতানা, অরুনা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, আফজার শরীফ, আসিফ ইকবাল, কেয়া, গাংগুয়া, চুন্নু, জেসমিন, ডন, নাদির খান, নানাশাহ, পরীমনি ফেরদৌস, বাপ্পরাজ, মৌসুমী, রোজিনা, রবিউল ইসলাম হরবোলা, শাকিল খান, সুচরিতা, সাংকোপাঞ্জা, সিমান্ত ও হাসান জাহাঙ্গীর।
গত ৩০ অক্টোবর চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের মেয়াদ শেষ হয়। পরে সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
Leave a Reply