রাজবাড়ী সদর উপজেলার নিমতলা রেলক্রসিং এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।
রবিবার রাত ৮টার দিকে সদর উপজেলার নিমতলাস্থ রেলক্রসিং এলাকায় ট্রাকের পেছনে দ্রুতগামী প্রাইভেটকারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার খলিলপুর বাজারের বনিক সমিতির সভাপতি ও খলিলপুর গ্রামের মৃত সোরহাব উদ্দিন সরদারের ছেলে মো. কামরুজ্জামান হিট্টু সরদার (৪০), একই গ্রামের মো. জলিল মৌলভীর ছেলে প্রাইভেটকারেরচালক মো. মাসুদ মৌলভী (৪৫) ও শিবরামপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে ওয়ার্ড সদস্য মো. আমিনুল ইসলাম আলিম (৫০)।
আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার উদ্ধার করা হয়েছে। এছাড়া ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
Leave a Reply