1. admin@thedailypadma.com : admin :
পর্দা উঠল বেইজিং শীতকালীন অলিম্পিকের ২৪ তম আসরের - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য ‘রাজনীতিবিরোধী’ আইসিসি’র শাস্তি পেল হারমানপ্রীত কৌরের ভারত অভিনেত্রী শমী কায়সারকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত উৎসব না হলেও, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়া হবে যাকে ‘র’ এজেন্ট বলছেন, গত ২০১৯ সাল থেকে আগ্রাসনবিরোধী লড়াইয়ে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত-দিনের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর নিজ কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন আফগানিস্তানের শরণার্থীবিষয়ক মন্ত্রী আজ চুয়াডাঙ্গা জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে স্বর্ণের নতুন দাম আজ থেকে কার্যকর, টানা ২ দফায় বাড়ল কত?

পর্দা উঠল বেইজিং শীতকালীন অলিম্পিকের ২৪ তম আসরের

  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬৪ Time View

করোনা মহামারি পরিস্থিতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কয়েকটি দেশের কূটনৈতিক বয়কটের মধ্যেই পর্দা উঠল বেইজিং শীতকালীন অলিম্পিকের ২৪ তম আসরের। এতে ৯১ দেশের ৩০০০ ক্রীড়াবিদ অংশ নিচ্ছে ।

এবারের আয়োজন চীনে করার সিদ্ধান্ত নেয়ায় প্রথম থেকেই সমালোচনার মুখে পড়ে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি। চীনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠার পরেও কেন বেইজিংয়ে ২৪ তম অলিম্পিকের আয়োজন করা হচ্ছে, এমন প্রশ্নের সম্মুখীন হয় আইওসি। সংস্থাটির প্রেসিডেন্ট টমাস বাখ বলেন, এবারের অলিম্পিক আয়োজনের লক্ষ্য, বৈচিত্রসহই মানবজাতিকে একাত্ম করা।

বিবিসি জানায়, একটি বিশাল স্নো ফ্লেকের মাঝখানে  স্থাপন করা হয় অলিম্পিকের মশাল। যা পরে একটি অগ্নিকুণ্ডে রূপ নেয়। প্রতিযোগিতায় অংশ নেয়া ৯১ টি দেশের নাম লেখা প্ল্যাকার্ড দিয়ে তৈরি করা হয় স্নো ফ্লেকটি।

শুক্রবার সন্ধ্যায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান টমাস বাখ আইকনিক বার্ডস নেস্ট স্টেডিয়ামে প্রবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

শুরুতেই বেইজিং জাতীয় স্টেডিয়ামের আকাশ ভরে যায় আতসবাজির রঙিন আলোয়, উদ্বোধনের ঘোষণা দেন প্রেসিডেন্ট শি জিনপিং।

উদ্বোধনী অনুষ্ঠানে আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ, বিশ্বের সকল রাজনৈতিক কর্তৃপক্ষকে আহ্বান জানান, শান্তি স্থাপনের সুযোগ করে দিতে।

তিনি বলেন, ‘আমাদের এই ভঙ্গুর পৃথিবীতে, যেখানে বিভেদ, দ্বন্দ্ব আর অবিশ্বাস ক্রমেই বাড়ছে, সেখানে আমরা প্রমাণ করে দিতে চায়,  চরম প্রতিদ্বন্দ্বী হয়েও আমরা পরস্পরকে সম্মান করে শান্তিপূর্ণ ভাবে বেঁচে থাকতে পারি।’

বেইজিংই প্রথম শহর যেখানে অলিম্পিকের গ্রীষ্ম এবং শীতকালীন দুটি ধরণেরই আয়োজন হয়েছে। ২০০৮ সালে নির্মিত বার্ডস নেস্ট স্টেডিয়ামে এবারের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হয়।

গ্রীষ্মকালীন অলিম্পিকসের সেই আসরে উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন যিনি, সেই ঝ্যাং ইয়োমু ফিরে এলেন ১৪ বছর পর। এবার তাকে সব কিছুই করতে হয়েছে মহামারির বাস্তবতা মেনে। উদ্বোধনী অনুষ্ঠান তাকে সীমিত রাখতে হয়েছে ১০০ মিনিটের মধ্যে।

২০০৮ সালের সেই আসর মাতিয়েছিলেন ১৫ হাজার ক্রীড়াবিদ। আর এবার অংশ নিচ্ছেন তিন হাজারের মত।

সব মিলিয়ে ২০ জন রাষ্ট্রনায়ক এবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন, যার মুখে মাস্ক দেখা যায়নি।

শীতকালীন এ ক্রীড়া আসর বসল চীনা পঞ্জিকা অনুযায়ী বসন্তের প্রথম দিন। এ ঋতুর আবহ বোঝাতেই উজ্জ্বল সবুজ ডালপালার মধ্যে নৃত্য দিয়ে শুরু হয় পরিবেশনা। এরপর সাদা ও সবুজ আতশবাজিতে ফুটিয়ে তোলা হয় ‘বসন্ত’ শব্দটি।

বরফের মত সাদা ত্রিমাত্রিক একটি কিউবে লেজারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় গত ২৩টি শীতকালীন অলিম্পিকসের ছবি। তারপর আইস হকি খেলোয়াড়রা এসে ভেঙে ফেললেন সেই কিউব। বেরিয়ে এল অলিম্পিকসের পাঁচটি রিং, বরফের মতই সাদা।

৯১ দেশ থেকে আসা ক্রীড়াবিদরা রীতি মেনে প্যারেডেও অংশ নেন। প্রতি দলের সামনে থাকলেন একজন চীনা তরুণী। দেশের নাম লেখা যে প্ল্যাকার্ড তিনি বহন করছিলেন, সেটাও বানানো হয়েছে তুষারকণার প্রতীকী রূপে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews