রাষ্ট্রীয় সম্মানে তেরঙ্গায় মুড়িয়ে লতা মঙ্গেশকরের মরদেহ বের করা হয়েছে তার বাড়ি থেকে। সুর-সাম্রাজ্ঞীর বাড়ির বাইরে উপচে পড়ছে ভিড়। বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রভূকুঞ্জের বাড়িতে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে তাকে। হাতজোড় করে প্রণাম করে বিদায় জানিয়েছেন বোন আশা ভোঁসলের।
কিংবদন্তী এই শিল্পীর মৃত্যুতে ভারতজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে মোদি সরকার। মহারাষ্ট্রে সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন পশ্চিমবঙ্গেও অর্ধদিবস ছুটি থাকবে বলে জানা গেছে।
সোমবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ মুম্বাইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বাই যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। টুইটে মোদি বলেন, লতা দিদিকে শেষ শ্রদ্ধা জানাতে কিছুক্ষণের মধ্যে মুম্বাই যাচ্ছি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, পৃথিবীজুড়ে তার সব ভক্ত, অনুগামীদের মতো, আমিও তার কণ্ঠস্বরে মুগ্ধ হয়েছিলাম এবং কৃতজ্ঞ বোধ করেছিলাম। সত্যিকার অর্থেই তিনি ভারতের নাইটিঙ্গল। সূত্র: হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার
Leave a Reply