1. admin@thedailypadma.com : admin :
ভারত-পাকিস্তান ম্যাচের খেলার টিকিট বিক্রি শুরুর মাত্র পাঁচ ঘণ্টার মাথায় সব টিকিট শেষ - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইসির নিবন্ধন পেতে যাচ্ছে আলোচিত ‘ইলেকশন মনিটরিং ফোরাম’সহ আরও ২৯টি পর্যবেক্ষক সংস্থা নাইজেরিয়ায় সেনাবাহিনীর ভুল হামলায় নিহত ৮৫ জোটভুক্ত হয়ে নয়, তৃণমূল বিএনপি আলাদাভাবেই নির্বাচন করবে: তৈমুর আলম খন্দকার গাজায় হামাসের নিয়ন্ত্রণে থাকা টানেল নেটওয়ার্ককে সমুদ্রের পানি দিয়ে ডুবিয়ে দিতে চায় ইসরাইল দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু গাজায় ইসরাইলি সৈন্য নিহতের সংখ্যা আরো বেড়েছে: আইডিএফ ঘূর্ণিঝড় মিগযাউমের প্রভাবে চেন্নাই শহর প্রবল বৃষ্টিপাতে তলিয়ে গেছে; ৮ জনের মৃত্যু অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি যথেষ্ট ভূমিকা রাখছে : মহাপরিচালক নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও থাকবে: ইসি আলমগীর আজ-কালের মধ্যে ১৪ দলীয় জোটের শরীকদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে

ভারত-পাকিস্তান ম্যাচের খেলার টিকিট বিক্রি শুরুর মাত্র পাঁচ ঘণ্টার মাথায় সব টিকিট শেষ

  • Update Time : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৩ Time View

ভারত-পাকিস্তানের খেলা মানেই জেনো ক্রিকেট প্রেমীদের মাঝে অন্যরকম উত্তেজনে। আর তা যদি হয় বিশ্বকাপ মঞ্চের কোন ম্যাচ তাহলে তো কোনো কথাই নেই।

চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আর এ আসরেই আবারও মুখোমুখি হবে ভারত পাকিস্তান। এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলার টিকিট বিক্রি শুরু হয়েছে। আর ভারত-পাকিস্তান ম্যাচের খেলার টিকিট বিক্রি শুরুর মাত্র পাঁচ ঘণ্টার মাথায় সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এমনই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হবে মেলবোর্নে। বিশ্বকাপের জন্য টিকিট বিক্রি শুরুও করে দিয়েছিলো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তবে টিকিট বিক্রি শুরু হওয়ার পাঁচ ঘণ্টার মধ্যেই আইসিসি টুইট করে জানায়, ম্যাচটির সব টিকিট শেষ হয়ে গিয়েছে।

এদিন সকাল সাড়ে সাতটার দিকে টিকিট বিক্রি শুরু হয়েছিলো। সাড়ে এগারোটার মধ্যে আইসিসির ওয়েবসাইটে জানিয়ে দেয় ভারত ও পাকিস্তান ম্যাচের সাধারণ দর্শকের জন্য টিকিট আর নেই। সব শেষ হয়ে গিয়েছে।

এর আগে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিলো চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দল। দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণে এখন আর দ্বিপাক্ষিক সিরিজ হয় না। শুধু বিশ্বকাপের মঞ্চেই দেখা হয় দুই দেশের। তাই এই দুই দলের খেলা হলেই হুমড়ি খেয়ে পড়ে ক্রিকেট প্রেমীরা। গত বছরও দেখা গিয়েছিলো এমন চিত্র। সেই ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিলো। সেখানে পাকিস্তানের হারিয়েছিলো ভারতকে।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৬ অক্টোবর থেকে। শুরুতে কোয়ালিফাইং রাউন্ড বা প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে। আর এই রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা নামিবিয়া। এবারের আসর অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে। চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অনুসারে ভারত ও পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews