আফ্রিকার দেশ মাদাগাস্কারে ঘূর্ণিঝড় বাতসিরাই তাণ্ডব নিহতের সংখ্যা বেড়েই চলেছে । শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে নিহত হয়েছেন ৯২ জন। এখনো বিচ্ছিন্ন মাদাগাস্কারের যোগাযোগ ব্যবস্থা।জানা গেছে, ভয়াবহ ঝড়টিতে অন্তত ৯১ হাজার মানুষ গৃহহীন হয়েছে। -আল-জাজিরা গত ৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাতে দ্বীপ রাষ্ট্রটির দক্ষিণপূর্বাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় বাতসিরাই। এতে বসতবাড়ি ছাড়াও হাজার হাজার গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে। ঝড়টি রবিবার রাতে দ্বীপটি ছেড়ে আফ্রিকার মূল ভূখণ্ডের দিকে এগিয়ে যায়। উল্লেখ্য, বিপর্যয় কাটিয়ে উঠতে সহায়তা করার জন্য ফ্রান্স ও জার্মানি থেকে ত্রাণ কর্মীদের মাদাগাস্কারে পাঠানো হয়েছে। সেখানে দুই সপ্তাহের মধ্যে আঘাত হানা দ্বিতীয় ঘূর্ণিঝড় বাতসিরাই। এর আগে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় আনা। এতে নিহত হন ৫৫ জন।
Leave a Reply