মাহবুব পিয়াল ,ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ নিউট্রিশন আ্যক্টিভিটি উপজেলা পর্যায় সরকারী বে সরকারী ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে ওয়াশ বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মশালার উদ্বোধন করেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।
এসময় কর্মশালার বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সৈয়দ রাসেল বিশ্বাস,উপজেলা ইঞ্জিনিয়ার রাসেদ ইকবাল,উপজেলা সমাজ সেবা অফিসার প্রকাশ কুমার বিশ্বাস,উপজেলা জনস্বাস্থ্যর উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম,পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনা কাকলী,সাংবাদিক কোরবান আলী প্রমুখ। সভায় বাংলাদেশে কি কি ধরনের ল্যাট্রিন ব্যবহার করা হয় তার উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন আইডিইর ফিল্ড টিম লিডার মো মাসুম হোসন। কর্মশালা পরিচালনা করেন আইডিইর অফিসার মার্কেট মোঃ আজমত আলী। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগীতায় আইডিই এই কর্মশালার আয়োজন করে।
Leave a Reply