ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার জন্য রাজি রাশিয়া। তবে শর্ত হলো ইউক্রেনকে নিরপেক্ষ অবস্থান ঘোষণা করতে হবে।
রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তি এ খবর দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
খবরে জানা গেছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন বেলারুসের রাজধানী মিনস্কে ইউক্রেনের সঙ্গে আলোচনা বসতে রাজি আছে রাশিয়া। তার আগে ইউক্রেনকে একটা ‘নিরপেক্ষ অবস্থান’ ঘোষণা করতে হবে।
রাশিয়া চায় না ইউক্রেন ন্যাটোতে যোগদান করুক।
এর আগে যুদ্ধবিরতি ঘোষণা করে পুতিনকে আলোচনায় বসার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে পুতিনের শর্তে তিনি রাজি হবেন কি না তা এখনও জানা যায়নি।
আলোচনার ভেন্যু হিসাবে মিনস্ক গুরুত্বপূর্ণ। কারণ ২০১৪ সালে ইউক্রেনের পূর্বাঞ্চল নিয়ে সংঘাত অবসানের চেষ্টায় এই মিনস্কেই একটা চুক্তি সই হয়েছিল। ইউক্রেন আক্রমণ করে রাশিয়া সেই চুক্তি ভঙ্গ করেছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এর আগে বলেছিলেন, ইউক্রেনের সৈন্যরা অস্ত্র না নামানো পর্যন্ত কোনো আলোচনা হবে না।
Leave a Reply