কিয়েভ বিদ্যুৎকেন্দ্র ও প্রশাসনিক ভবনে ইউক্রেনের সেনাদের সঙ্গে রাশিয়ার সেনাদের ব্যাপক সংঘাত হয়েছে। এতে মুহুর্মুহু গুলির শব্দ শোনা গেছে। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাশিয়ার সঙ্গে লড়াই করে তাদের হঠিয়ে দেয় দেশটি। ইউক্রেনের সামরিক বাহিনীর এক ফেসবুক পোস্টে বিষয়টি জানা যায়।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার সেনাদের করা হামলায় যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে ইউক্রেন। রাশিয়ার সেনারা কয়েকদিন ধরেই কিয়েভ দখলের চেষ্টা করলেও দেশটির সেনাবাহিনী ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনের মারিউপুল ও মেলিটোপোল শহরের অন্তর্বর্তী একটি এলাকা দখলে নিয়েছে রাশিয়া।
জাতিসংঘে কয়েক মিনিটের নীরবতা
সিএনএনের খবরে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহতদের স্মরণে জাতিসংঘে নিযুক্ত দেশটির দূত সার্গিই কিৎলিৎসিয়া নিরাপত্তা পরিষদের বৈঠকে শুক্রবার কয়েক মিনিটের নীরবতা পালন করবেন। ইউক্রেনের দূত শুক্রবার এক বৈঠকে সবাইকে বলেন, রাশিয়ার হামলায় নিহতদের প্রতি আমরা গভীর শোক জানাই। তাদের জন্য আমরা কয়েক মিনিটের নীরবতা পালন করবো। আপনি ঈশ্বরে বিশ্বাসী হোন বা নাই হোন, মানবতার খাতিরে ইউক্রেনে শান্তি প্রার্থনা অথবা কামনা করুন।
ইউক্রেনে যুদ্ধ থেকে ‘মুক্তির প্রার্থনা’ এবং সংকট উত্তরণের উপায় খুঁজতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার দূত ভেসিলি নেভেঞ্জিয়াকেও আমন্ত্রণ করা হয়েছিলো। তিনি রাশিয়ার ভেটো ক্ষমতা প্রয়োগ করেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানানোর এ পদক্ষেপকে তিনি ভালোভাবে দেখেননি।
সার্গিই কিৎলিৎসিয়া বলেন, ইউক্রেনে নিহতদের স্মরণে আমরা কয়েক মিনিটের যে নীরবতা পালন করবো তাতে রাশিয়ার দূতের অবশ্যই থাকা উচিত। বৃহস্পতিবার থেকে দেশটির সেনারা ইউক্রেনে একের পর এক হামলা চালাচ্ছে।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এর আগে তিনি ইউক্রেনের সেনাবাহিনীকে দেশটির ক্ষমতা দখলের আহ্বান জানান। শুক্রবার তিনি বলেছিলেন, আমার প্রধান সমস্যা ভলোদিমির জেলেনস্কি ও তার সরকারকে নিয়ে। ইউক্রেন দখল করা আমার উদ্দেশ্য নয়। দেশটিতে সেনাবাহিনীকে ক্ষমতা দখলের আহ্বান করছি।
Leave a Reply