রাশিয়ার আর্টিলারি হামলায় অন্তত ৭০ ইউক্রেনীয় সেনার মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে। ইউক্রেনের উত্তর-পুউরবাঞ্চলে সুমি প্রদেশের শহর ওখতিরকা শহরে রুশ হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
সুমি প্রদেশ প্রশাসনের প্রধান দিমিত্রো জিভিতস্কি দাবি করেন, রাশিয়ার আর্টিলারি হামলার শিকার হয়েছে এখানে অবস্থানরত ইউক্রেনের একটি সামরিক ইউনিট। মরদেহ উদ্ধারে কাজ করছে স্থানীয় স্বেচ্ছাসেবী ও উদ্ধারকারী বাহিনী।
তিনি আরও জানান, হামলার কারণে অনেকের মৃত্যু হয়েছে। অন্তত ৭০ জন ইউক্রেনীয় সেনার জন্য কবর খোড়া হচ্ছে। শুধু যে আমাদের সেনারা প্রাণ হারিয়েছেন এমন না। নিহতদের মধ্যে অনেক রুশ সেনাও আছে।
বিবিসি জানায়, দিমিত্রো জিভিতস্কির এই দাবি এখন পর্যন্ত অন্য কেউ নিশ্চিত করতে পারেনি।
ইউক্রেনে উত্তর-পূর্বাঞ্চলের শহর ওখতারকায় রুশ বাহিনীর কামানের গোলায় ৭০ জনেরও বেশি ইউক্রেনের সেনা নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে এমন তথ্য।
ইউক্রেনের সুমাই অঞ্চলের রাজ্য প্রশাসনের প্রধান দিমিত্র ঝেউইজকি তার টেলিগ্রাম অ্যাপে একটি পোস্টে বলেন, রুশ বাহিনীর গোলার আঘাতে ইউক্রেনের সামরিক বাহিনীর একটি ইউনিট ধ্বংস হয়েছে, অন্ততপক্ষে ৭০ জন সেনা নিহত হয়েছেন গোলার বিস্ফোরণে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করার কাজে ব্যস্ত।
ওখতারকা শহরের ঐ হামলায় ইউক্রেনের প্রতিরোধের মুখে অনেক রুশ সেনাও হতাহত হয়েছেন দানি করে তিনি আরও বলেন, ওখতারকায় রুশ সেনাদেরও ‘অনেক মৃতদেহ’ পড়ে আছে। সেগুলো রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে এই সংবাদের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে বিবিসি।
ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের পঞ্চম দিনে নিষিদ্ধ ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে রাশিয়া। এমন দাবি করা হয়েছে ইউক্রেন সরকারের পক্ষ থেকে।
আজ মঙ্গলবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকের পর জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের দূত ওকসানা মারকারোভা গণমাধ্যম কর্মীদের বলেন, ‘জেনেভা কনভেনশনের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা হওয়ার পরও ইউক্রেনে আক্রমণ চালাতে রাশিয়া ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে।’ রুশ বাহিনী ইউক্রেনের মাটিতে বৃহত আকারের ধ্বংসযজ্ঞ চালাতে চাইছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেনের পক্ষ থেকে ভ্যাকুয়াম বোমা ব্যবহারের অভিযোগ করা হলেও সেটির সত্যতা সঠিকভাবে যাচাই করা যায়নি এখনও।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, গত শনিবার রাশিয়ার বেলগ্রেড শহরের কাছে একটি থার্মোবারিক রকেট লঞ্চার দেখতে পাওয়া গিয়েছে।
ভ্যাক্যাম বোমা বা এই ধরণের থার্মোবারিক অস্ত্র বিস্ফোরণের মাধ্যমে সৃষ্ট তরঙ্গ প্রচলিত অন্য বিস্ফোরকের তুলনায় দীর্ঘস্থায়ী হয়। এই অস্ত্রে সাধারণত উচ্চ-তাপমাত্রার অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করা হয়, যা চাপ তরঙ্গ তৈরি করে বায়ু থেকে অক্সিজেন টেনে নেয়
Leave a Reply