শুরুতে নাসুমের ঘূর্ণি, পরে শরিফুল ও সাকিবের বলে ৯৮ রানেই অলআউট। ফলে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানেই হারলো সফরকারী আফগানরা।
বৃহস্পতিবার মিরপুরের এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে বাংলাদেশ করে ১৫৫ রান। ফলে ১৫৬ রানের চ্যালেঞ্জিং টার্গেটের মুখে পড়ে আফগানরা।
ব্যাট হাতে জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই নাসুম আহমেদের ঘূর্ণির মুখে পড়ে আফগানরা। ২০ রানে হারায় ৪ উইকেট। পরে ২ উইকেট তুলে নেন সাকিব আল হাসান। আর তিন উইকেট তুলে নিয়ে আফগানদের পরাজয় ত্বরান্বিত করেন শরিফুল ইসলাম। মোস্তাফিজুর রহমান তুলে নেন ১০ম উইকেট।
ফলে ২ ম্যাচ সিরিজের প্রথমটিতে ৬১ রানের জয় নিয়ে এগিয়ে থাকল ওয়ানডে সিরিজ জেতা বাংলাদেশ।
Leave a Reply