ইউক্রেনে যুদ্ধ বন্ধে তিন শর্ত দিয়েছে রাশিয়া। রুশ মুখপাত্র দিমিত্রি পেসকোভ জানিয়েছেন, ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে ইউক্রেনকে স্বীকৃতি দিতে হবে। ইউক্রেন ন্যাটো বা অন্য যে জোটগুলোতে যোগ দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সেটি পরিত্যাগ করতে হবে এবং তাদের সংবিধানে পরিবর্তন আনতে হবে। দোনেৎস্ক ও লোহানস্ক হবে স্বাধীন রাষ্ট্র।
সেমাবার (৭ মার্চ) রাশিয়া এসব শর্ত দেয়। খবর বিবিসির।
পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়াকে কেন্দ্র করে গত বছরের শেষের দিক থেকে তীব্র দ্বন্দ্ব শুরু হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এদিকে ইউক্রেনের দোনেৎস্ক ও লোহানস্ক এই দুই এলাকা স্বাধীনতা ঘোষণা করে। এই দুই অঞ্চলকে স্বাধীন দুই রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে সেখানে সেনা পাঠায় রাশিয়া। গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনে টানা ১২ দিন হয়ে গেল সশস্ত্র হামলা চালাচ্ছে মস্কো। রুশ সেনাদের অভিযানে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটি। ফলে উভয় দেশকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। তাতে শামিল হয়েছে মানবাধিকার সংগঠনগুলোও।
এরই পরিপ্রেক্ষিতে সোমবার (৭ মার্চ) তৃতীয় দফায় বৈঠকে বসে দেশ দুটির কর্মকর্তারা। আগের দুই দফা বৈঠকে কোনো ফলাফল মেলেনি।
Leave a Reply