শুক্রবার (১১ মার্চ) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের উপসহকারি পরিচালক নিউটন দাস।
সবশেষ পাওয়া খবর অনুযায়ী এখন পর্যন্ত ৯টি দোকান পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না সে খবরও জানা যায়নি।
এরআগে ২০১৯ সালের ১৯ অক্টোবর চট্টগ্রামের নিউমার্কেট সংলগ্ন জহুর হকার্স মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে যায় শতাধিক দোকান।
ওইদিন ভোররাত ৩টা ৫০ মিনিটের দিকে জহুর হকার্স মার্কেটে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন পার্শ্ববর্তী জালালাবাদ মার্কেটেও ছড়িয়ে পড়ে। দুটি মার্কেট আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফায়ার সার্ভিসের প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর সকাল পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
Leave a Reply