মাহবুব পিয়াল, ১১ মার্চ,ফরিদ জেলা প্রতিনিধিঃ
প্রখ্যাত সূফী সম্্রাট খাজা শাহ সূফী মিনাজউদ্দিন আল চিশতী নিজামী (রঃ) ঝিটকা শরীফ এর স্মরনের ফরিদপুর শহরতলীর বাখুন্ডা সূফী দরবার শরীফে তিনদিন ব্যাপী ৩৭ তম বাৎসরিক ওরস মোবারক বৃহস্পতিবার (১০মার্চ)থেকে শুরু হয়েছে। ওরশের প্রথম দিন দরবার শরীফ প্রাঙ্গণে দিন ব্যাপী পবিত্র কোরআন তেলওয়াত , মাগরীবের নামাজান্তে মিলাদ মাহফিল ও এশার নামাজান্তে ওয়াজ নছিহত, তবারক বিতরন করা হয়। রাতে আখেরী মোনাজাত পরিচালনা করেন সূফী দরবার শরীফের খেলাফত প্রাপ্ত পীর ছাহেব শাহ সূফী মোঃ আব্দুল মজিদ আল চিশতী নিজামী (সূফী মজিদ)। এর আগে ওয়াজে বয়ান করেন পীর ছাহেব শাহ সূফী কোরবান আলী চিশতী নিজামী, পীর ছাহেব শাহ সূফী আব্দুস সামাদ চিশতী নিজামী, পীর ছাহেব শাহ সোকেল আল চিশতী নিজামীসহঅন্যান্য বক্তাগন।
ওরসের দ্বিতীয় দিন আজ শুক্রবার রাতে বিচারগান পরিবেশন করবেন মাদারীপুরের হেমায়েত সরকার বনাব মানিকগঞ্জের দোলন সরকার । ওরসের তৃতীয় ও শেষদিন আগামীকাল শনিবার মঞ্চে বিচার গান পরিবেশন করবেন মানিকগ্েঞ্জর সত্তার সরকার বনাম মানিকগ্েঞ্জর জ্যেতি সরকার । অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় থাকবেন গেরদা ইউনিয়ান আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: আতিকুর রহমান আতিক ও সমাজসেক মো: সায়েদুল হক তৌহিদ।
Leave a Reply