মাহবুব পিয়াল,ফরিদপুর :
ফরিদপুর নিসর্গ সংসদের আহবায়ক, শিশু সংগঠন ফুলকির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, মুক্তিযুদ্ধোর গোপন বার্তা-বাহক মাকসুদুর রহমান হিরু (৮৫) মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শহরের চর কমলাপুরস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও নিউ মিনিয়াজনিত জটিলতায় ভুগছিলেন। শেষে তার শরীরে করোনা সনাক্ত হয়। মাকসুদুর রহমান অকৃতদারছিলেন। বুধবার বাদ আসর স্থানীয় চর কমলাপুর জামে মসজিদে জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরাস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
মাকসুদুর রহমান বাগান বিলাসী পুষ্পপ্রেমী ছিলেন। ব্যাক্তিগত উদ্যোগে ফরিদপুরের নিজ বাড়িতে একটি সেরা বাগান করেন। এ বাগান দেখতে সুফিয়া কামাল, ওয়াহিদুলহক, সন্জীদাখাতুন, দ্বিজেনশর্মাসহ দেশেরসনামধন্য পুষ্পপ্রেমীদের আগমন করেছেন ফরিদপুরে।
Leave a Reply