মাহবুব পিয়াল,ফরিদপুর :
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত হিজড়া এবং লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও করনীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ মার্চ) সকাল ১০ টায় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ব্লাস্টের সমন্বয়কারী এডভোকেট শিপ্রা গোস্বামীর সভাপতিত্বে সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। এছাড়া আয়োজনের মূল কেন্দ্রবিন্দু হিজড়া এবং লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর ১০ জন সদস্য তাদের আইনগত স্বীকৃতি ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ,রাস্ট্রীয় নীতিমালা সহ তাদের সামাজিক সুরক্ষা প্রাপ্তির ক্ষেত্রে সীমাবদ্ধতাসমূহ তুলে ধরেন। মতবিনিময় সভায় দিপক রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ফরিদপুর ,সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, ফরিদপুর , মোহাম্মদ নইম, ডিডি, যুব উন্নয়ন ফরিদপুর, ইসরাত জাহান তামান্না, জেলা লিগ্যাল এইড অফিসার, সরকারি লিগ্যাল এইড,ফরিদপুর, মাসউদা হোসেন , উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদফতর, ফরিদপুর, নুরুল হুদা, সহকারী পরিচালক, সমাজসেবা অধিদফতর, ফরিদপুর , তানসিভ জুবায়ের নাদিম, মেডিক্যাল অফিসার , সরকারি সিভিলসার্জন ফরিদপুর, তাহিয়াতুল জান্নাত রেমি, সভাপতি নন্দিতা সুরক্ষা সহ ফরিদপুর জেলার স্টেকহোল্ডারগন উপস্থিত ছিলেন, । হিজড়া এবং লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অধিকার ও সেবাগুলো ত্বরান্বিত করতে স্থানীয় প্রশাসন ও সেবা প্রদানকারী সংস্থা কর্তৃক পূর্বে গৃহীত পদক্ষেপগুলি বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে তথ্য বিনিময় ও সীমাবদ্ধতা অতিক্রমের কৌশল বিষয়ে আলোচনা করা হয়।
Leave a Reply