পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ভ্লাদিমেস সেভটস (৫০) নামে কাজাখস্তানের এক নাগরিক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ সময় বেরেজনয় অ্যান্ডে নামের আরেক কাজাখ নাগরিক আহত হয়েছেন।
এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রকল্পে কর্মরত ৩ বেলারুশ নাগরিককে আটক করেছে পুলিশ।
রবিবার ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার রাতে রূপপুরের গ্রিন সিটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাজাখ নাগরিক ভ্লাদিমেস সেভটস প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমিতের ভাণ্ডাররক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, শনিবার রাতে প্রকল্পের গ্রিন হাউস আবাসিক এলাকায় বিদেশি শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ওই কাজাখ নাগরিক ছুরিকাঘাতে নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সংঘর্ষে আহত কাজাখস্তানের আরেক কর্মী বেরেজনয় অ্যান্ডেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে বলে জানান ওসি।
খবর পেয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সুরতহাল প্রতিবেদনে নিহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের পাঁচটি আঘাত পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তদন্ত ছাড়া এখনই কিছুই বলা যাচ্ছে না এবং এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানান তিনি।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম বলেন, ‘আটক ব্যক্তিদের ভাষাগত সমস্যার কারণে বিষয়গুলো বুঝতে আমাদের সমস্যা হচ্ছে। দোভাষীর সহযোগিতা নিয়ে আমরা পুরো বিষয়টি বোঝার চেষ্টা করছি।’
Leave a Reply