উত্তর ইসরায়েলের হাদেরাতে সন্ত্রাসী হামলা চালিয়েছে ইসলামিক স্টেট (আইএস) এর জঙ্গিরা। এতে ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। আইএস এই হামলার দায় স্বীকার করেছে।
ঘটনার কিছুক্ষণের মধ্যেই আইএসের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা যাচ্ছে, অভিযুক্ত আক্রমণকারীরা আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করছে।
হামলার খবর আসার পরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ঘটনাস্থলে যান।
ইসরায়েলের পুলিশ জানিয়েছে, দুই আক্রমণকারীকে গুলি করে মারা হয়েছে। চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, চারজন আহত হয়েছেন। দুইজনের অবস্থা সংকটজনক।
ইসরায়েলের জাতীয় ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, একজন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়েছে।
টাইমস অফ ইসরায়েল অ্যাম্বুলেন্স সার্ভিসের কথা তুলে জানিয়েছে, যারা আহত হয়েছেন, তার মধ্যে দুই জনের বয়স ২০ বছর বা তার বেশি। এছাড়া একজন ৪৫ বছর বয়সী পুরুষ ও একজন বছর ২০ বছরের নারী গুরুতর আহত হয়েছেন।
ইসরায়েলের মিডিয়া যে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, দুইজন বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালাচ্ছে। তাদের গায়ে গুলি লাগা পর্যন্ত তারা গুলি চালিয়ে যায়।
পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বর্ডার গার্ডের কয়েকজন সদস্য কাছেই একটি রোস্তোরাঁতে ছিলেন। তারা দৌড়ে আসেন এবং গুলি করে আক্রমণকারীদের মারেন।
পুলিশ আক্রমণকারীদের কোনো পরিচয় দেয়নি। তারা শুধু আক্রমণকারীদের জঙ্গি বলে অভিহিত করেছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, পুলিশ বলেছে, ওই দুই সন্ত্রাসী আরব-ইসরায়েলি মানুষ ছিল।
হাদেরার কাছে যে শহরে আরব-ইসরায়েলিরা বসবাস করেন, সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
হামাস জানিয়েছে, এই আক্রমণ হলো বীরত্বপূর্ণ অপারেশন। ‘ইসরায়েল আমাদের মানুষের বিরুদ্ধে যে অপরাধ করেছে, এই আক্রমণ হলো তার স্বাভাবিক প্রতিক্রিয়া’।
ইসলামিক জেহাদ নামের আরেকটি গোষ্ঠী বলেছে, ‘আমাদের উপর যে আক্রমণ হচ্ছে, এই আক্রমণ হলো তার জবাব’।
দক্ষিণ ইসরায়েলে এখন মার্কিন যুক্তরাষ্ট্র, চারটি আরব দেশ ও ইসরায়েলের কূটনীতিকদের একটি ঐতিহাসিক শীর্ষ সম্মেলন হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনও সেখানে আছেন। তিনি এই আক্রমণের নিন্দা করেছেন।
Leave a Reply