ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত শুধু রাজধানী কিয়েভেই শতাধিক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎস্কো শিশুসহ শতাধিক বেসামরিক ইউক্রেনীয় নাগরিক নিহত হওয়ার তথ্য জানিয়েছেন।
ভিতালি ক্লিৎস্কো দাবি করেছেন, ইউক্রেনে রুশ বাহিনীর হামলার পর থেকে কিয়েভে চার শিশুসহ শতাধিক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া আহত ১৬ জন শিশু এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এরা সকলেই সাধারণ জনগণ।
এদিকে নিহতের মধ্যে ২০টিরও অধিক মৃতদেহ শনাক্ত করাও সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তিনি।
মেয়র আরও দাবি করেন, রুশ হামলায় এখন পর্যন্ত কিয়েভের ৮২টি বহুতল ভবন ধ্বংস হয়েছে।
এদিকে ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার টেলিভিশন ভাষণে জানিয়েছেন, রুশ বাহিনী কিয়েভের চারদিক দিয়ে ঘিরে ফেলছে। রাজধানীতে ঢোকার সড়কগুলো বন্ধ করে দিয়েছে তারা। ইউক্রেন থেকে কিয়েভকে বিচ্ছিন্ন করে সেখানে অবস্থানরত ইউক্রেনীয় সেনাদের সাহায্য সরবরাহ বন্ধ করতেই অবরুদ্ধ করিডোর তৈরি করছে শত্রুরা। তবে রুশ সেনাদের কিয়েভের ভেতর প্রবেশ আটকাতে ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। এছাড়াও কিয়েভের বেসামরিক মানুষও সেনাদের সঙ্গে এই লড়াইয়ে যোগ দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
Leave a Reply