মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে গণিতে শ্রেষ্ঠ ফল অর্জনকারী সরকারী রাজেন্দ্র কলেজের দুইজন শিক্ষার্থীকে এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
২০১৮ সালের স্নাতকোত্তর পরীক্ষায় গণিতে এই কলেজ থেকে শ্রেষ্ঠ ফল লাভ করায় এক ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ ১৫,০০০ টাকা লাভ করেন মো:তুহিন মন্ডল। ২০১৯ সালে অনুষ্ঠিত স্নাতক পর্যায়ের গনিত পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী হিসাবে এক ভরি ওজনের স্বর্ণ পদক ও নগদ ১০,০০০ টাকা পুরস্কার লাভ করেন তানজিনা আক্তার।মঙ্গলবার বেলা ১১টায় সরকারী রাজেন্দ্র কলেজের হলরুমে এই স্বর্ণপদক ও নগদ অর্থ শিক্ষার্থীদের হাতে তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা।
গণিত বিভাগের প্রধান অধ্যাপক কাজী বেলায়েত হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অধ্যাপক শিপ্রা রায়, সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ, ফরিদপুর জেলা শাখা, লোনা টি. রহমান, প্রতিনিধি এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন, উপাধ্যক্ষ অধ্যাপক এস. এম আব্দুল হালিম ,শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আযমসহ কলেজের গণিত বিভাগের শিক্ষক মন্ডলি, শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিবর্গ এ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,শিক্ষাব্রতী দাতব্য প্রতিষ্ঠান এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে স্নাতকোত্তর পরীক্ষায় গণিতে শ্রেষ্ঠ ফল করা শিক্ষার্থীকে ২০১৪ সাল থেকে স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার দেয়া হচ্ছে।
Leave a Reply